আই-লিগ ২০২৪-২৫ চ্যাম্পিয়ন ইন্টার কাশী, ISL-এ প্রমোশন নিশ্চিত করল CAS

এক বিদেশি ফুটবলার জুয়ান পেরেজ ডেল পিনো কাশীর সঙ্গে চুক্তি ছিন্ন করলে, সুস্থ হয়ে ওঠা বারকোকে আবার দলে ফেরায় ইন্টার কাশী।

July 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৫: শেষপর্যন্ত ইন্টার কাশীকে ২০২৪-২৫ আই-লিগ মরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা করল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS)। শুক্রবার এই সর্বোচ্চ ক্রীড়া আদালত কাশীর পক্ষেই রায় দেয়।

এই বিতর্কের সূত্রপাত হয়েছিল ইন্টার কাশীর স্প্যানিশ স্ট্রাইকার মারিও বারকোকে (Mario Barco) ঘিরে। মরশুম শুরুর আগে তাঁকে দলে নিয়েছিল কাশী। কিন্তু ডিসেম্বর মাসে চোট পাওয়ায় তাঁর জায়গায় নেওয়া হয় মাতিজা বাবোভিচকে। পরে আরও এক বিদেশি ফুটবলার জুয়ান পেরেজ ডেল পিনো কাশীর সঙ্গে চুক্তি ছিন্ন করলে, সুস্থ হয়ে ওঠা বারকোকে আবার দলে ফেরায় ইন্টার কাশী।

AIFF-এর শৃঙ্খলা রক্ষা কমিটি এই ‘ডাবল রেজিস্ট্রেশন’-এর বিরোধিতা করে জানায়, এটি নিয়মবিরুদ্ধ। তবে CAS স্পষ্ট জানিয়ে দেয়, আই-লিগের ৬.৫.৭ ধারা অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের মধ্যে তিনটি বদল অনুমোদিত, ফলে ইন্টার কাশীর পদক্ষেপ পুরোপুরি বৈধ।

এটাই ছিল চলতি মরশুমে CAS-এ ইন্টার কাশীর দ্বিতীয় সফল আপিল। এর আগে নামধারী এফসি-র বিরুদ্ধে একটি ম্যাচে সাসপেন্ড থাকা ফুটবলার ক্লেডসন ডা সিলভাকে খেলানোর অভিযোগে আপিল করে জয় পেয়েছিল তারা। দুটি রায় মিলিয়ে কাশী পেয়েছে ৬ মূল্যবান পয়েন্ট, যার ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়াল ৪২।

এই রায় প্রসঙ্গে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেন, “CAS সর্বোচ্চ ক্রীড়া আদালত। তারা যে রায় দিয়েছে, AIFF তা মেনে নিচ্ছে। ইন্টার কাশীকে আই-লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen