Archita Phukan: অর্চিতার ভুয়ো প্রোফাইল বানিয়ে নগ্ন ছবি পোস্ট, গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক
ডিব্রুগড়ের পুলিশ আধিকারিক জানান, টিনসুকিয়ার বাসিন্দা প্রতিম গত কয়েক সপ্তাহ ধরে অর্চিতার নামে ফেক অ্যাকাউন্ট চালাচ্ছিলেন।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৩: প্রেম ভেঙে প্রতিশোধ! ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকনের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে নগ্ন ছবি ছড়াল প্রাক্তন সঙ্গী! ডিজিটাল প্রতারণা ও মানহানিকর কর্মকাণ্ডের অভিযোগে অসমের ডিব্রুগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই যুবককে।
পুলিশ সূত্রে খবর, প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকনের (archita phukan) নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সেখানে এআই-সম্পাদিত আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে প্রাক্তন সঙ্গী প্রতিম বরার বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিব্রুগড়ের পুলিশ আধিকারিক জানান, টিনসুকিয়ার বাসিন্দা প্রতিম গত কয়েক সপ্তাহ ধরে অর্চিতার নামে ফেক অ্যাকাউন্ট চালাচ্ছিলেন। অর্চিতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সেখান থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
অর্চিতা, যিনি ‘Babydoll Archi’ নামেও পরিচিত, জানান, তাঁর পুরনো ছবিগুলিকে এআই-এর মাধ্যমে বিকৃত করে, আমেরিকার প্রাপ্তবয়স্ক তারকা কেন্ড্রা লাস্ট-এর সঙ্গে ছবি মিশিয়ে ছড়িয়ে দেওয়া হয় ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে। ফলে বন্ধু ও পরিচিতদের কাছে ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়ে এবং তাঁর মানহানির আশঙ্কা দেখা দেয়।
পুলিশ জানিয়েছে, প্রতিম কিছুদিন গা ঢাকা দিয়ে ছিলেন। তবে প্রযুক্তিগত প্রমাণ ও আইপি অ্যাড্রেস ট্র্যাক করে অবশেষে তাঁকে টিনসুকিয়ার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে প্রতিম স্বীকার করেছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পর হতাশা ও ক্ষোভ থেকেই তিনি এই কাজ করেন। অর্চিতার পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই ছবিগুলি সংগ্রহ করেছিলেন বলে পুলিশের কাছে জানান তিনি।
ঘটনার পর ভারতীয় দণ্ডবিধির (BNS) একাধিক ধারায় এফআইআর রুজু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সাইবার প্রতারণা, মানহানি, পরিচয় চুরি, অশ্লীলতা ও গোপনীয়তা লঙ্ঘনের মতো অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ধারাও যুক্ত হতে পারে। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছেন এবং শীঘ্রই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।