ধনখড়কে চাপ দিয়ে ইস্তফা! রাজনাথ হবেন Vice President? বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বাদল অধিবেশনের প্রথম দিন সকলকে অবাক করে দিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়।

July 23, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: বাদল অধিবেশনের প্রথম দিন সকলকে অবাক করে দিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর পদত্যাগের কারণ ঘিরে ক্রমশ রহস্য ঘনাচ্ছে। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। প্রশ্ন তুলেছে কংগ্রেসও। ওয়াকিবহাল মহলের মতে, শারীরিক অসুস্থতা নয় অন্য কারণ আছেন ধনখড়ের ইস্তফার নেপথ্যে। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে বোমা ফাটিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন কল্যাণ অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীরা জগদীপ ধনখড়কে ইস্তফা দিতে বাধ্য করেছেন। তাঁকে হুমকি দেওয়া হয়েছিল, যদি ওইদিন রাত নটার মধ্যে তিনি ইস্তফা না দেন তাহলে তাঁর বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনা হবে। এটাই প্রধানমন্ত্রী ও অন্য ক্যাবিনেট মন্ত্রীদের কৌশল।” তিনি আরও বলেন, রাজনাথ সিংকে উপরাষ্ট্রপতি করা হবে বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ধনখড়ের বিরুদ্ধে বার বার পক্ষপাতের অভিযোগ করেছেন বিরোধীরা। তিনি বিজেপিকে বাড়তি সুযোগ দিতেন বলেও অভিযোগ করা হত। সম্প্রতি তিনি কি মোদী সরকারের বিরোধী হয়ে উঠেছিলেন? অপারেশন সিঁদুর, পহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য সময় বরাদ্দ করা, নগদকান্ডে অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে ইম্পিচমেন্টের অনুমোদনের মাধ্যমে শাসক শিবিরের বিরাগভাজন হয়ে উঠতেই কি তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হল? প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen