SSC Recruitment: শিক্ষক নিয়োগের পরীক্ষা কবে? বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন

July 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৫৪: কবে হবে ২০২৫ এর দ্বিতীয় এসএমএসটির পরীক্ষা তা আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। এ বার পরীক্ষার সময় বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ এবং ১৪ সেপ্টেম্বর হবে পরীক্ষা। ৭ সেপ্টেম্বর বেলা ১২টা থেকে নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হতে চলেছে এবং ১৪ সেপ্টেম্বর বেলা ১২টা থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে।

বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয় দিনই দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা এবং তা চলবে দেড় ঘণ্টা। দৃষ্টিশক্তিহীন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন। পরীক্ষার অন্যান্য নিয়ম শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ২০১৬ সালের এসএসসি প্যানেলের ভিত্তিতে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করেছিল। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ মে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। সেই অনুযায়ী, ১৬ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা প্রথমে ১৪ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ২১ জুলাই করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen