ভাঙা পা নিয়েই মাঠে নামলেন পন্থ, গম্ভীর বললেন ‘দৃষ্টান্ত হয়ে থাকবে’
ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের সব থেকে বড় যোদ্ধা ঋষভ পন্থের লড়াই দেখে মুগ্ধ ভারতীয় দলের হেড স্যার গৌতম গম্ভীর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৬: খেলার মাঠ জন্মদেয় যোদ্ধাদের। সে ক্রিকেট হোক বা ফুটবল ! খেলোয়াড়েরা যখন মাঠে নামে তখন সেই মাঠ পরিণত হয় যুদ্ধ ক্ষেত্রে। তবে এই যুদ্ধ সেই যুদ্ধ নয়। এই যুদ্ধ দলের মর্যাদা বাঁচানোর লড়াই, এই যুদ্ধ বিদেশের মাটিতে নিজেকে প্রমাণ করার লড়াই। ইংল্যান্ডের মাটিতে ভারতীয়(India vs England)ক্রিকেট দলের সেই লড়াইয়ের সব থেকে বড় যোদ্ধা ছিলেন ঋষভ পন্থ(Rishabh Pant)পন্থের সেই লড়াই দেখে মুগ্ধ ভারতীয় দলের হেড স্যার গৌতম গম্ভীর(Gautam Gambhir)।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের লর্ডস টেস্টে হাতে চোট পেয়েছিলেন ভারতের সহ অধিনায়ক ঋষভ। সেই ম্যাচে দলের হয়ে কিপিং করতে পারেননি। তাঁর পরিবর্তে দলের হয়ে কিপিং করেছিলেন ধ্রুব জুরেল।
এর পরের টেস্ট অর্থাৎ ম্যানচেস্টার টেস্টে তিনি খেলবেন কি না তা নিয়ে ছিল জল্পনা। কিন্তু ম্যানচেস্টার টেস্টে তিনি ব্যাটসম্যান হিসেবে মাঠে নামলেও প্রথম দিনেই ফের গুরুতর চোট পেয়েছিলেন পায়ে।সেই দিন মাত্র ৩৭ রান করেই সাজ ঘরে ফিরে যান তিনি। তবে তাঁর দলের প্রতি যে দায়বদ্ধতা দেশের জন্য ভালোবাসা তাই প্রমাণ করলো ম্যাচের দ্বিতীয় দিন। তাঁর সেই ভাঙা পা নিয়েও তিনি মাঠে নেমে ৫০ করেন। যার ফলে তাঁর সেই ইনিংস দেখে মুগ্ধ গোটা ক্রিকেট মহল।
ভারতীয় দলের কোচ গম্ভীর পন্থকে নিয়ে বলেন, ” দলের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে ঋষভ আসন্ন সিরিজ থেকে বাদ পড়েছে। কিন্তু একটা বিষয় বলতেই হবে যে,পন্থ দেখিয়ে দিয়েছে এই টিমের ক্যারেক্টার মানসিকতা কীরকম। ও টিমের জন্য এবং দেশের জন্য যা করেছে তা মুখে বলে প্রকাশ করার মতো নয় । ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ভাঙা পা নিয়ে ব্যাটিং এমনটা খুব কম দেখেছি। এই চোটের পরে ও নিজে থেকেই ব্যাট করতে চেয়েছিল। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওর এই ইনিংস দৃষ্টান্ত হয়ে থাকবে।’