‘অপারেশন মহাদেব’-এ বড় সাফল্য ভারতীয় সেনার, পহেলগাঁও হামলার মূলচক্রী সহ খতম ২জঙ্গি
‘অপারেশন মহাদেব’-এ খতম হয়েছে ৩ জঙ্গি। এদের মধ্যে অন্যতম, বৈসরন উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান ওরফে হাশিম মুসা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৪ : কাশ্মীর উপত্যকায় ফের বড়সড় জঙ্গিদমন অভিযানে সাফল্য অর্জন করলো ভারতীয় সেনা। শ্রীনগরের দাচিগাম জঙ্গলে চালানো সেনার ‘অপারেশন মহাদেব’-এ(Operation Mahadev)খতম হয়েছে ৩ জঙ্গি। এদের মধ্যে অন্যতম, বৈসরন উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান ওরফে হাশিম মুসা। তারই সঙ্গে মৃত্যু হয়েছে দুই জঙ্গি আবু হামজা এবং ইয়াসিরের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এরা সবাই লস্কর-ই তইবার সক্রিয় সদস্য এবং পাকিস্তানের(Pakistan) নাগরিক। ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দাচিগাম এলাকা।
ভারতীয় সেনা সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দাচিগাম জঙ্গলে সেই জঙ্গি ঘাঁটি গুলি ঘিরে ফেলে সেনাবাহিনী। জঙ্গিরা গুলি ছুঁড়লে পাল্টা গুলিবর্ষণ করে ভারতীয় সেনা। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পরে তিন জঙ্গির মৃত্যুর খবর মেলে। জানা গেছে, এদের মধ্যে মুসা আগে পাক সেনার সদস্য ছিল , পরে লস্কর জঙ্গি দলে যুক্ত হয় মুসা। গোয়েন্দা সংস্থার দাবি, ২২ এপ্রিলের কাশ্মীরের পহেলগাঁও হামলায়( (Pahalgam Attack) এই তিনজন সরাসরি যুক্ত ছিল। সেই হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ ভারতীয় পর্যটকের।
ভারতীয় সেনার মতে, এই সফল অভিযান আসলে পহেলগাঁও হামলার বদলা। এখনো পুরো এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে গোটা এলাকা জুড়ে। জঙ্গিদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি। এনআইএ(NIA) সম্প্রতি এই হামলার তদন্তে স্থানীয় দু’জনকে গ্রেফতার করেছে। এখন নিহত জঙ্গিদের ছবি দেখিয়ে তাদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, সোমবার সংসদে এই জঙ্গি হামলা ও সেনা অভিযানের বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। ‘অপারেশন সিঁদুর’ নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও সেই আলোচনায় উপস্থিত থাকবেন বলে খবর।
কাশ্মীর সীমান্তে বারবার অনুপ্রবেশ করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এবারের ‘অপারেশন মহাদেব’ সেই ষড়যন্ত্রের জবাব, এমনটাই বার্তা ভারতীয় সেনার। এই অভিযানকে বড়সড় সাফল্য বলেই মনে করছেন প্রতিরক্ষা মহলের বিশেষজ্ঞরা।