নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করে দেওয়া হয়েছে? শুরু জল্পনা

July 29, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: ইয়েমেনে খুনের অপরাধে জেলবন্দি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করে দেওয়া হয়েছে? শুরু হয়েছে জল্পনা। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইয়েমেনের কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড বাতিল করেছে। আবার কিছু রিপোর্টে বলা হচ্ছে, এই ধরনের দাবি ভুয়ো। এই মুহূর্তে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

সম্প্রতি ভারতীয় সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার দপ্তর থেকে দাবি করা হয়েছে, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে আবুবকরের দপ্তর জানিয়েছে, গত ১৬ জুলাই মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া হয়েছিল নিমিশার। এবার সেই সাজা পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় দেশটির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই মৃত্যুদণ্ডের সাজা খারিজ করা হয়েছে। যদিও মুসলিয়ার দপ্তর এটাও জানিয়েছে, ইয়েমেন বা ভারত সরকারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি।

সানা ইয়েমেনের রাজধানী এবং নিমিশা এখানকারই কারাগারে তাঁর সাজা ভোগ করছেন। উল্লেখ্য, ২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তালাল আবদো মাহদিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন ওই ভারতীয় নার্স। মৃত্যুদণ্ড ঘোষণার পর আশা করা হয়েছিল, ব্লাড মানি বা দিয়ার মাধ্যমে নিমিশার প্রাণ বাঁচানো যাবে। এর আওতায় ভুক্তভোগীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়, যার পরিমাণ উভয় পক্ষ মিলে সিদ্ধান্ত নেয়। তবে তালালের পরিবার ব্লাড মানি নিতে রাজি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এর আগে জানা গিয়েছিল, ইয়েমেনি পরিবারটি অর্থ নিতে অস্বীকার করছে।

ব্লাড মানি রক্ষেত্রে নির্যাতিতার পরিবার দোষীদের ক্ষমা করবে কি করবে না, তা নির্ভর করে নির্যাতিতার পরিবারের ওপর। ইসলামী আইন অনুসারে, অপরাধের শিকারদের অপরাধীদের কীভাবে শাস্তি দেওয়া যায় সে সম্পর্কে তাদের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। খুনের ঘটনায় তা ভিকটিমের পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য। হত্যার ক্ষেত্রে, মৃত্যুদণ্ড প্রদান করা যেতে পারে, তবে যদি নিহতের পরিবার চায় তবে নির্দিষ্ট অর্থের বিনিময়ে দোষীকে ক্ষমা প্রদানও করতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen