‘মোদীর বন্ধু’ ট্রাম্পের চাপানো Tariff বোঝার কতটা প্রভাব পড়বে ভারতের GDP-তে?

আন্তর্জাতিক সংস্থা নমুরার মতে, ট্রাম্পের শুল্ক নীতির জেরে ২০২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬ শতাংশে নেমে আসতে পারে।

August 1, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৩: ভারতের পণ্যের ওপর শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ২৫ শতাংশ শুল্ক (Tariff) এবং অতিরিক্ত জরিমানার কথা ঘোষণা করেছেন তিনি। আজ, শুক্রবার থেকে চালু হবে নয়া কর কাঠামো। এতেই ভারতীয় অর্থনীতির ত্রাহী ত্রাহী রব উঠেছে। আন্তর্জাতিক সংস্থা নমুরার মতে, ট্রাম্পের শুল্ক নীতির জেরে ২০২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬ শতাংশে নেমে আসতে পারে।

মার্কিন শুল্কের চাপে সেদেশে পণ্য রপ্তানি ধাক্কা খেতে পারে। এমন অবস্থায় দেশের অর্থনীতিকে সচল রাখতে বিকল্প পথের হদিশও দিয়েছে ওই সংস্থা। রপ্তানি বাণিজ্যের ঘাটতি মেটাতে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড ও চিলির মতো দেশে রপ্তানি বাড়াতে পারে ভারত। এই দেশগুলির সঙ্গেও নয়াদিল্লির বাণিজ্য চুক্তি হয়েছে বা হতে চলেছে।

নমুরার মতে, গাড়ি শিল্পে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি ছাড় দিয়ে কৃষিজাত ও ডেয়ারি পণ্য রপ্তানিতে সুবিধা আদায় করুক নয়া দিল্লি। আশঙ্কা, শুল্কের ধাক্কায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি (MSME) ক্ষতিগ্রস্ত হতে পারে। নুমরার দাবি, কেন্দ্রকে সক্রিয় হতে হবে নয়ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রগুলো ধ্বংস হয়ে যাবে। সহজ কিস্তিতে ঋণ, সুদের বাড়তি ছাড়, রপ্তানিতে ইনসেনটিভের সুবিধা দিলে এসএমইগুলি প্রাথমিক ধাক্কা সামলাতে পারবে। পাশাপাশি, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পথ খোলা রাখার পরামর্শও দিয়েছে নমুরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen