রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করল IOC, HPCL, BPCL! নেপথ্যে কি ট্রাম্পের হুঁশিয়ারি?

সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, গত এক সপ্তাহ ধরে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল রিফাইনিং সংস্থাগুলি রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনছে না।

August 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২১: ভারত ও রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর থেকে রাশিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য জ্বালানি ক্রেতা হয়ে উঠেছিল ভারত। সেই সম্পর্কে কি চিড় ধরল? সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, গত এক সপ্তাহ ধরে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল রিফাইনিং সংস্থাগুলি রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনছে না।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হল ভারত। ভারতের প্রধান জ্বালানি যোগানদাতা রাশিয়া। ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৫% সরবরাহ করে পুতিনের দেশ। ২০২২ সালের পর থেকে রাশিয়া থেকে সর্বাধিক তেল কেনে ভারত, যা রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির অন্যতম বড় ভরসা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (HPCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (BPCL), ও ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (MRPL) – ভারতের এই চার রাষ্ট্রায়ত্ত রিফাইনারি মূলত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে। এই চারটি সংস্থার কেউই গত সপ্তাহে রাশিয়া থেকে তেল কেনেনি বলে জানা যাচ্ছে। এর কারণ নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কোনও রিফাইনারি মুখ খোলেনি। দুটি কারণ উঠে আসছে। রাশিয়ান তেলের উপর ছাড়ের হার অনেকটাই কমে গিয়েছে। রাশিয়া থেকে তেল কিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শাস্তিমূলক শুল্ক বাণ বিঁধছে!

গত ১৪ জুলাই ট্রাম্প হুমকি দেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে কোনও গ্র্যান্ড পিস ডিল না-করলে রাশিয়ার তেল কেনা দেশগুলির উপর ১০০% শুল্ক চাপানো হবে। রাশিয়ার পণ্য আমদানিকারকদের উপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা কার্যকর করার সময়সীমাও কমিয়ে ৫০ দিন থেকে ১০-১২ দিন করা হয়েছে। তবে ভারত তেল কেনা কমিয়েও শেষ রক্ষা করতে পারেনি। গত বুধবার ট্রাম্প ঘোষণা করেন, ১ আগস্ট থেকে ভারতের পণ্যের উপর ২৫% আমদানি শুল্ক (Tariff) বসানো হবে। অতিরিক্ত জরিমানার কথাও ঘোষণা করেন তিনি।

ভারত সম্পর্কে সমাজ মাধ্যমে ট্রাম্প জানান, রাশিয়া এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্কে রুষ্ট হয়ে ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি জানান, বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে, তবে রাশিয়া থেকে তেল বা অস্ত্র কেনা হলে ভবিষ্যতে আরও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে ভারতকে। ভারতের পক্ষে রাশিয়ার সঙ্গে আগের মতো বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দিন দিন কঠিন হয়ে পড়বে। ট্রাম্পের ভয়ে কি মোদী ভারতের পরম বন্ধু রাশিয়াকে দূরে ঠেলে দেবেন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen