ধর্ষণ মামলায় অভিযুক্ত দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত
৩৪ বছরের রেভান্না ২০২৪ সালে দায়ের হওয়া আরও তিনটি মামলায় মূল অভিযুক্ত। ওই বছর সোশ্যাল মিডিয়ায় ২,০০০-রও বেশি অশ্লীল ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.২৫: ধর্ষণ মামলায় প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। গতকালই এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার (former Prime Minister HD Deve Gowda) নাতিকে দোষী সাব্যস্ত করেছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। এবার সাজা ঘোষণা হল তাঁর। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তাঁকে ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশও দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত।
কর্নাটকের হাসান জেলায় একটি খামারবাড়িতে পরিচারিকাকে আটকে রেখে বার বার ধর্ষণ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই সময়ের ছবি এবং ভিডিয়ো তুলে রেখে পরে নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। সিটের জমা দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে শুক্রবারই তাঁকে দোষী সাব্যস্ত করেন বেঙ্গালুরুর অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক সন্তোষ গজানম ভাট।
৩৪ বছরের রেভান্না ২০২৪ সালে দায়ের হওয়া আরও তিনটি মামলায় মূল অভিযুক্ত। ওই বছর সোশ্যাল মিডিয়ায় ২,০০০-রও বেশি অশ্লীল ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে একাধিক মহিলার উপর যৌন নির্যাতনের দৃশ্য রয়েছে বলে অভিযোগ। এই ভিডিওগুলি নিয়েই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। গত বছরের ৩১ মে তাঁকে গ্রেফতার করা হয়। চলতি বছর কর্নাটকের হাসান লোকসভা কেন্দ্র থেকে লড়েও হেরে যান রেভান্না। মামলা দায়ের হওয়ায় জনতা দল (সেকুলার) (JD(S) তাঁকে দল থেকেও বরখাস্ত করে।
তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালিয়েছিলেন তিনি। আদৌ দেশে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। দুবার টিকিট কেটেও তা বাতিল করে দিতে দেখা যায় তাঁকে। কিন্তু তিনি আগাম জামিনের আবেদন করার পর থেকেই পরিষ্কার হয়ে যায় এবার সম্ভবত তিনি ফিরছেনই। এর পর মাঝরাতে কেম্পেগৌড়া বিমানবন্দরে তিনি পৌঁছলে সেখানে তাঁকে গ্রেপ্তার করে তিন মহিলা পুলিশ সদস্যের এক দল। ৩১ মে ইডির হাতে গ্রেপ্তার হন দেবেগৌড়ার নাতি।