Rajdhani Express: গড়বেতায় রেললাইনে বিস্ফোরণ, মাও আতঙ্ক জঙ্গলমহলে?
জানা যাচ্ছে, বিস্ফোরণের সময় ট্রেনটি যদি কয়েক সেকেন্ড আগে বা পরে সেখানে পৌঁছত, তাহলে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৭: রবিবার সন্ধ্যায় ভুবনেশ্বর (Bhubaneshwar) থেকে দিল্লীগামী রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) গড়বেতার (Garhbeta) কাছে শিলাই হল্টে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত থামে। ট্রেনের গার্ড এবং চালক সঙ্গে-সঙ্গে পিয়ারডোবা স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করে দেন। এই ঘটনার পর বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। জানা যাচ্ছে, বিস্ফোরণের সময় ট্রেনটি যদি কয়েক সেকেন্ড আগে বা পরে সেখানে পৌঁছত, তাহলে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। ভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি, তবে এই ঘটনা যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
ঘটনাস্থলে রাতেই পৌঁছে যায় রেল পুলিশের (RPF) বিশেষ কুকুরদল এবং তদন্তকারী দল। উচ্চপদস্থ রেল আধিকারিকরা পরিদর্শন শেষে ট্রেনটি ছাড়ার অনুমতি দেন। সোমবার সকালে আবারও তদন্তের জন্য বিশেষজ্ঞরা ঘটনাস্থলে যান। বিস্ফোরণের স্থান থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক (forensics) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার দিনেই মাওবাদীরা (Maoists Naxals) তিন রাজ্যে বন্ধ ডেকেছিলেন, যা নিয়ে জঙ্গলমহল এলাকায় ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছিল।
স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে মাওবাদীদের নিয়ে সংশয় থাকলেও, সুনির্দিষ্টভাবে কিছু বলতে তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হবে। এই ঘটনার পর থেকে জঙ্গলমহল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং রেলওয়ে পুলিশ ও সিআরপিএফ (CRPF) যৌথভাবে টহল জোরদার করেছে।