Breaking প্রয়াত বিজেপির সমালোচক ও জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক

তাঁর মেয়াদকালেই কেন্দ্র সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা (অনুচ্ছেদ ৩৭০) বাতিল করে এবং রাজ্যটিকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে

August 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২৫: প্রয়াত জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক।আজ দুপুর ১টা নাগাদ নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে মৃত্য হয় তাঁর ।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর। জম্মু ও কাশ্মীরের ইতিহাসে ৩৭০ ধারা বাতিলের মত গুরুত্বপূর্ণ সময়ে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিন তিনি কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন।

উত্তরপ্রদেশের বাগপতের জাঠ নেতা হিসেবে পরিচিত মালিক তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেন ছাত্রনেতা হিসেবে। ১৯৭৪ সালে তিনি চৌধুরী চরণ সিংয়ের ভারতীয় ক্রান্তি দলের বিধায়ক নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি রাজ্যসভার সদস্য হন এবং এরপর জনতা দলের পক্ষ থেকে আলিগড় থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হন।পরবর্তীতে তিনি কংগ্রেস, লোক দল এবং তারপর সমাজবাদী পার্টি-তে যোগ দেন।

২০১৭ সালে মালিককে বিহারের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয় এবং পরে তাঁকে ওড়িশার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

২০১৮ সালের আগস্টে তাঁকে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়, যখন এটি এখনও একটি পূর্ণ রাজ্য ছিল। তাঁর মেয়াদকালেই কেন্দ্র সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা (অনুচ্ছেদ ৩৭০) বাতিল করে এবং রাজ্যটিকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। মালিক ছিলেন রাজ্যপাল যখন পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন।

জম্মু-কাশ্মীরের পর তিনি গোয়া ও মেঘালয়ের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen