Arambag-এ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী, দুর্গতদের নিজের হাতে পরিবেশন করলেন খিচুড়িও

মুখ্যমন্ত্রী সেই পদগুলিও নিজে পরিবেশন করেন দুর্গতদের। কথা বলেন তাঁদের সঙ্গে, শোনেন সমস্যার কথা এবং সমাধানের আশ্বাসও দেন।

August 5, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৯: অতিরিক্ত বৃষ্টি, তার উপর DVC-র ছাড়া জলে প্লাবিত হুগলির বিস্তীর্ণ অংশ। তার মধ্যে অন্যতম আরামবাগ। মঙ্গলবার সেই প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরামবাগের কামারপুকুর এলাকায় এক ত্রাণ শিবিরে উপস্থিত হয়ে দুর্গতদের সঙ্গে দেখা করেন তিনি। শুধু দেখা নয়, নিজে হাতে দুর্গতদের পাতে পরিবেশন করেন খিচুড়ি।

ত্রাণশিবিরে সারি দিয়ে বসে থাকা বন্যাদুর্গতদের সামনে মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে আবেগে ভেসে যান অনেকে। শালপাতার থালায় বালতি থেকে নিজে খাবার তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। খিচুড়ির পাশাপাশি আরও কিছু পদও ছিল মেনুতে। মুখ্যমন্ত্রী সেই পদগুলিও নিজে পরিবেশন করেন দুর্গতদের। কথা বলেন তাঁদের সঙ্গে, শোনেন সমস্যার কথা এবং সমাধানের আশ্বাসও দেন।

হুগলি জেলার (Hooghly) আরামবাগ, খানাকুল, পুরশুড়া, গোঘাটের বহু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। দ্বারকেশ্বর নদীর জলস্তর লাগাতার বাড়ছে। একাধিক গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম প্লাবিত। বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই মানবিক ভূমিকা প্রশংসা কুড়িয়েছে নানা মহলে।

গত বছরও বন্যার সময় মুখ্যমন্ত্রী আরামবাগ (Arambag) হয়ে ঘাটাল গিয়েছিলেন। এ বছরও একইভাবে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের একাধিক জেলায় পরিদর্শনে বেরিয়েছেন তিনি। মঙ্গলবার আরামবাগ সফরের পরে তাঁর ঘাটাল যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ডিভিসি-র (DVC) জল ছাড়ার পাশাপাশি লাগাতার বর্ষণের জেরে শুধু হুগলি নয়, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ একাধিক এলাকা ভয়াবহ প্লাবনের কবলে পড়েছে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen