শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে ঝাড়খণ্ডে তৃণমূলের প্রতিনিধি দল
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় ঝাড়খন্ড গিয়েছিলেন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩২: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা শিবু সোরেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টানা চার দশকেরও বেশি সময় নিজের দল JMM কে একা হাতে নেতৃত্ব দিয়েছেন এই আদিবাসী নেতা। সাধারণ মানুষের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন ‘দিশম গুরু’ বা মহান নেতা ও ‘গুরুজি’ নামে। তিন বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন। আদিবাসীদের অধিকারের লড়াইয়ে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন তিনি। পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনে তাঁর অপরিসীম অবদান ছিল। তাঁর মৃত্যু ভারতীয় রাজনীতিতে এক যুগের সমাপ্তি ঘটিয়েছে।
আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় ঝাড়খন্ড গিয়েছিলেন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। দিশম গুরু কে শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পাশাপাশি তাঁরা দেখা করেছেন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথেও।
তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে সেই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, শিবু সোরেনের অন্তিম যাত্রায় আমরা আমাদের গভীর সমবেদনা জানিয়েছি।জনগণের মাটি এবং চেতনায় প্রোথিত তাঁর সংগ্রাম কখনও ভোলা যাবে না।