Aarti Sathe: আশঙ্কাই সত্যি, বম্বে হাইকোর্টের বিচারক হলেন বিজেপি নেত্রী
তিনি বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য এবং লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের ভাই অরুণ সাথের কন্যা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২২: আশঙ্কাই সত্যি হল। বম্বে হাইকোর্টে বিচারপতি (judge) হিসেবে আরতি সাথের (Aarti Sathe) নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আগেই প্রকাশ্যে এসেছিল যে, আরতি সাথে মহারাষ্ট্র বিজেপির (BJP) মুখপাত্র (spokesperson) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য এবং লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের ভাই অরুণ সাথের কন্যা।
সুপ্রিম কোর্ট (Supreme Court) গত ২৮শে জুলাই বম্বে হাইকোর্টে তিনজন নতুন বিচারপতি নিয়োগের প্রস্তাব অনুমোদন করে, যার মধ্যে আরতি সাথেও ছিলেন।
এই নিয়োগ মহারাষ্ট্রে বিতর্ক তৈরি করেছে। বিরোধী দলের নেতারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বলেছেন, বিচারব্যবস্থার নিরপেক্ষতা (impartiality) ও সততা বজায় রাখতে তার পদত্যাগ করা উচিত। ‘দৃষ্টিভঙ্গি’ আগেই জানিয়েছিল যে, এই বিজেপি নেত্রী বম্বে হাইকোর্টের বিচারপতি হতে পারেন।
আরতি সাথের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, আদালত কী আদৌ নিরপেক্ষ থাকবে নাকি বিজেপির রাজনৈতিক প্রভাবের (political influence) অধীনে চলে যাবে? বিরোধীরা বলছেন, বিজেপি সরাসরি বিচারব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, যা গণতন্ত্র (democracy) ও ন্যায়বিচারের (justice) পরিপন্থী। সাধারণ মানুষের মধ্যে এখন উদ্বেগ, আদালতের সিদ্ধান্ত কী রাজনৈতিক স্বার্থে প্রভাবিত হবে?