স্বাধীনতা দিবসে রাজ্যের পুলিশদের বিশেষ সম্মান
পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনে প্রতিদিন যাঁরা নিরলসভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, তাঁদের এই নিরলস পরিশ্রমের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৬: প্রতিবারের মতন এবারও স্বাধীনতা দিবসের দিন কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের তরফ থেকে একাধিক পুলিশ অফিসারকে তুলে দেওয়া হবে বিশেষ সম্মাননা।পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনে প্রতিদিন যাঁরা নিরলসভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, তাঁদের এই নিরলস পরিশ্রমের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।
এই পুরস্কার দু’টি বিভাগে প্রদান করা হবে—‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’। ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন চারজন আইপিএস অফিসার, আর ‘কমেন্ডেবল সার্ভিস’-এর জন্য নির্বাচিত হয়েছেন দু’জন পুলিশ আধিকারিক।
মুখ্যমন্ত্রীর পুলিশ পদক ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসপ্রাপ্ত আধিকারিকরা হলেন:
১. শ্রী দীপ নারায়ণ গোস্বামী, আইপিএস – আইজিপি, মালদা রেঞ্জ
২. শ্রী গৌরব শর্মা, আইপিএস – আইজিপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৩. শ্রী মীরাজ খালিদ, আইপিএস – যুগ্ম পুলিশ কমিশনার (সদর), কলকাতা
৪. শ্রীমতী দেবস্মিতা দাস, আইপিএস – ডিআইজি, এসটিএফ, পশ্চিমবঙ্গ
মুখ্যমন্ত্রীর পুলিশ পদক ফর কমেন্ডেবল সার্ভিসপ্রাপ্ত আধিকারিকরা হলেন:
১. শ্রী অরিজিৎ সিনহা, আইপিএস – পুলিশ সুপার, ঝাড়গ্রাম (ডিআইজি পদমর্যাদায়)
২. শ্রী ইশ্বর সোরেন, এসআই (এবি) – বাঁকুড়া জেলা
তাঁদের কর্মদক্ষতা, সাহসিকতা, সমাজের প্রতি দায়িত্ববোধ এবং প্রশাসনিক দক্ষতার মূল্যায়নের ভিত্তিতেই এই সম্মান প্রাপকদের নাম চূড়ান্ত করেছে রাজ্য সরকার। এই স্বীকৃতি কেবলমাত্র একটি পুরস্কার নয় – এটি পুলিশ প্রশাসনের মনোবল আরও দৃঢ় করে তুলবে এবং ভবিষ্যতে অন্য পুলিশ কর্মীদেরও অনুপ্রাণিত করবে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন থানায় কর্মরত আরও পুলিশ সদস্যদের জন্য ভবিষ্যতে এ ধরনের সম্মাননার পরিধি বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।