ট্রাম্পের Tariff War-র মাঝেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট Vladimir Putin
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, আগস্টের শেষে ভারত সফরে আসছেন পুতিন। অজিত ডোভাল এখন রাশিয়ায় রয়েছেন।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০: রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতকে শাস্তি দিতে বুধবারই ভারতীয় পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক (Tariff) চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগামী ২৭ আগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রপ্তানি করতে হলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এই আবহে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, আগস্টের শেষে ভারত সফরে আসছেন পুতিন। অজিত ডোভাল এখন রাশিয়ায় রয়েছেন। বৃহস্পতিবার মস্কো থেকে তিনি পুতিনের ভারত সফরের কথা জানান। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে দেশগুলির উপর আরও অনেক বিধিনিষেধ আরোপ করা হবে। অন্যদিকে, বৃহস্পতিবার রাশিয়া কার্যত ভারতের পাশে দাঁড়িয়ে জানিয়েছে।
বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের অনেক বিবৃতির কথাই শুনেছেন তাঁরা, যেগুলিকে হুমকি হিসাবে দেখছেন তাঁরা। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। এই বিবৃতিগুলিকে বৈধ এবং ন্যায্য বলে মনে করছি না। যেকোনও সার্বভৌম দেশের স্বাধীন ভাবে বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। নির্দিষ্ট কোনও দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী এই বাণিজ্যিক এবং অর্থনৈতিক বোঝাপড়া হয়ে থাকে। অন্যদিকে, বৃহস্পতিবার রাশিয়া জানিয়েছে, আগামী দিনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পুতিন।