Trump-র Tariff গুঁতো! কী করবে নয়া দিল্লি, কোন কোন পথ খোলা?

৫০ শতাংশ শুল্ক দিতে হলে আমেরিকায় রপ্তানি বন্ধ হতে বসবে।

August 8, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৫: বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক (Tariff) আরোপ করার ঘোষণা করেছেন। মোট শুল্কের (Tariff) পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ। ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খনিজ তেল কেনা চালিয়ে যাচ্ছে ভারত, সেই কারণে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার সুবিধা হচ্ছে। সেই কারণেই ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার সমাধান না হলে ভারতের অর্থনীতির ওপর প্রভাব পড়তে পারে।

৫০ শতাংশ শুল্ক দিতে হলে আমেরিকায় রপ্তানি বন্ধ হতে বসবে। বিশেষজ্ঞদের মতে, এর থেকে পরিত্রাণের অন্যতম উপায় হল আলোচনা। আমেরিকা এবং ভারতের মধ্যে আলোচনার মাধ্যমে জট কাটলেও কাটতে পারে। চলতি মাসের শেষের দিকে আমেরিকার বাণিজ্যদল ভারতে আসছে। দ্বিতীয় উপায় হল ট্রাম্পের দাবি মেনে নেওয়া। সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে আপস করতে হবে। তাহলে তেল কিনতে বিকল্প খুঁজতে হবে ভারতকে।

তৃতীয় উপায় হল, আমেরিকা-বিরোধী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি। ভারতের মতো ব্রাজিলের উপরেও চড়া শুল্ক আরোপ করেছে আমেরিকা। শুল্কের পরিমাণ সেখানেও ৫০ শতাংশ। ভারত এবং ব্রাজিল ব্রিকস-র সদস্য। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা জানিয়েছিলেন, তিনি মোদীর সঙ্গে ফোনে কথা বলবেন। চীন এবং রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন। ট্রাম্পের হুমকির মাঝে অন্য দেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়তে পারে। ভারতের মতোই আমেরিকার কোপে পড়েছে যে দেশগুলো, তাদের সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার মোকাবিলা করা যেতে পারে। রাশিয়ায় পৌঁছে গিয়েছেন অজিত ডোভাল। চলতি মাসের শেষে পুতিন আসছেন ভারত সফরে। এখন দেখার পরিস্থিতির গতিপ্রকৃতি কী হয়!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen