Nabanna Abhijan: নবান্ন এলাকায় নয়, বিকল্প স্থানে মিছিলের অনুমতি, আইন ভাঙলে কড়া ব্যবস্থা পুলিশের

নবান্ন অভিযান ঘিরে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কায় হাওড়ার এক বাসিন্দা ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে।

August 8, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
Procession allowed at alternative locations, not in Nabanna area
Procession allowed at alternative locations, not in Nabanna area

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৬: নবান্ন অভিযান ঘিরে রাজ্যে ফের চড়ছে উত্তেজনার পারদ। আর জি কর কাণ্ডের (R G Kar Incident) এক বছর পূর্তিতে শনিবারের এই অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার পরিবার ও চিকিৎসকদের একাংশ। যদিও এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনওরকম মিছিলের আবেদন জমা পড়েনি বলেই দাবি করলেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা।

শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার, কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও প্রবীণ ত্রিপাঠী। তাঁরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের কোনও আপত্তি নেই। তবে আইনি বাধ্যবাধকতা মেনে কর্মসূচি পালন করতে হবে।

এডিজি সুপ্রতীম সরকার (Supratim Sarkar) জানান, নবান্ন চত্বরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে, ফলে সেখানে কোনও জমায়েত করা যাবে না। মিছিলের বিকল্প জায়গা হিসাবে মন্দিরতলা বাসস্ট্যান্ড, বঙ্কিম সেতুর নিচে, হাওড়া ময়দান এবং সাঁতরাগাছি বাসস্ট্যান্ড নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ১২০০ জন অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Kumar Verma) স্পষ্ট বলেন, “আইন ভাঙা হলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কায় হাওড়ার এক বাসিন্দা ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার। তবে পুলিশের নিষেধাজ্ঞা মান্য করতে হবে। অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে আদালতের বার্তা, “সরকারি সম্পত্তি বা পুলিশকে ক্ষতিগ্রস্ত না করে আন্দোলন করুন।”

এদিকে, শুক্রবার রাত থেকেই শহর জুড়ে ‘রাত দখল’ কর্মসূচির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, এই আন্দোলন রাজনৈতিক নয়। তাঁরা দলীয় পতাকা ছাড়া সকল নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে রাজনৈতিক দলগুলির একাংশ ইতিমধ্যেই সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।

এছাড়াও, কালীঘাটে ‘অভয়া মঞ্চ’ ও চিকিৎসকদের যৌথ মিছিল ঘিরে আদালতের মন্তব্য, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি, তাই কেউ আইন ভাঙলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। এই মিছিলের বিরোধিতা করে হাজরা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড ব্যবসায়ী সমিতি মামলাও দায়ের করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen