মোদী-পুতিন ফোনালাপ, Trump-র Tariff War-এ আরও মজবুত ভারত-রুশ দোস্তি?
পুতিনকে ‘বন্ধু’ হিসাবে উল্লেখ করে মোদী লিখছেন, তাঁরা দু’জনেই ভারত-রাশিয়ার সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দিয়েছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৯: বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক (Tariff) আরোপ করার কথা ঘোষণা করেছেন। মোট শুল্কের (Tariff) পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ। ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খনিজ তেল কেনা চালিয়ে যাচ্ছে ভারত, সেই কারণে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার সুবিধা হচ্ছে। সেই কারণেই ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার সমাধান না হলে ভারতের অর্থনীতির ওপর প্রভাব পড়তে পারে। এই আবহে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ফোনে কথা হয়। সমাজ মাধ্যমে সেই ফোনালাপের কথা জানিয়েছেন মোদী। পুতিনকে ‘বন্ধু’ হিসাবে উল্লেখ করে মোদী লিখছেন, তাঁরা দু’জনেই ভারত-রাশিয়ার সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দিয়েছেন। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে পুতিন তাঁকে জানিয়েছেন বলেও সমাজ মাধ্যমে লিখেছেন মোদী।
শুক্রবার মোদী X হ্যান্ডেলে হ্যান্ডেলে লেখেন, ‘‘বন্ধু পুতিনের সঙ্গে খুব ভাল এবং পুঙ্খানুপুঙ্খ কথোপকথন হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জানানোর জন্য ওঁকে ধন্যবাদ জানাই। আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডা নিয়ে পর্যালোচনা করেছি। ভারত এবং রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারি বৃদ্ধি নিয়েও আলোচনা করেছি। চলতি বছরে পুতিনকে এ দেশে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি।’’
উল্লেখ্য, বৃহস্পতিবার মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ডোভাল বৃহস্পতিবার পুতিনের ভারতের সফরের কথা জানান। চলতি মাসের শেষে ভারতে আসার কথা পুতিনের। তারপরেই মোদীর সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। আমেরিকার শুল্ক যুদ্ধের আবহে পুতিন মোদী বাক্যালাপ এবং রুশ প্রেসিডেন্টের ভারত সফরের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিবিদেরা।