Al Jazeera Journalists Killed: ইজরায়েলি হামলায় গাজায় মৃত্যু হল ৫ সাংবাদিকের
হামলার পরপরই ইসরায়েলি সেনা মুখপাত্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করে, আল-শরিফকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৮: ইজরায়েল সেনার বেলাগাম হামলায় গাজায় (Gaza) মৃত্যু হল আল জাজিরার ( Al Jazeera) ৫ সাংবাদিকের। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন খ্যাতনামা প্রতিবেদক আনাস আল-শরিফ (২৮)( journalist Anas Al-Sharif) এবং তাঁর সহকর্মী মহম্মদ কুরেইকেহ, ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোআমেন আলিওয়া এবং মহম্মদ নুফাল। মোট সাত জনের মৃত্যু হয়েছে ওই হামলায়।
গাজার আল-শিফা হাসপাতালের সামনে সাংবাদিকদের জন্য তৈরি একটি তাঁবুতে ইসরায়েলি হামলা (Israeli strike)। আল জাজিরা দাবি করেছে, রবিবার দুপুরে হাসপাতালের মূল ফটকের বাইরে সাংবাদিকদের জন্য তৈরি করা তাঁবুতে সরাসরি নিশানা করে এই হামলা চালানো হয়। হামলার পরপরই ইসরায়েলি সেনা মুখপাত্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করে, আল-শরিফকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, তিনি আসলে হামাসের একজন ‘সন্ত্রাসী’ এবং একটি সেল-এর প্রধান ছিলেন, ইসরায়েলের অসামরিক লোকজন ও সেনাদের উপর রকেট হামলার পরিকল্পনা করছিলেন।
আনাসের মৃত্যুর পর তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। সেটাই আনাসের শেষ বার্তা। মৃত্যু নিশ্চিত জেনে তিনি লিখে রেখে গিয়েছিলেন, ‘‘যদি আমার এই কথাগুলো তোমাদের কানে পৌঁছোয়, জেনে রেখো, ইজ়রায়েল আমাকে মেরে ফেলেছে এবং আমার কণ্ঠরোধ করতে সক্ষম হয়েছে।’’ আনাসের মৃত্যু সংবাদ দিতে গিয়ে কেঁদে ফেলেন আল জাজিরার সঞ্চালকও। মৃত্যুর পর কেউ তাঁর সমাজমাধ্যমে থেকে শেষ বার্তা পোস্ট করে দিয়েছেন। সাংবাদিকদের হত্যার দায় স্বীকার করেছে আইডিএফ। আল জাজিরার আনাসকে তারা ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছে। দাবি, প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুক্ত ছিলেন আনাস।
বিশ্বের নানা প্রান্ত থেকে গাজ়ায় সাংবাদিকদের উপর ইজ়রায়েলের হামলার প্রতিবাদ করা হচ্ছে। সরব হয়েছে অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়া শীঘ্রই প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি দিতে চলেছে।