Nabanna Abhijan: আহত অভয়ার মাকে কেন হাঁটানো হল, কেন ভর্তি নয় SSKM-এ? উঠছে প্রশ্ন

নানা মহলের মতে, নির্যাতিতার মা ও বাবাকে সামনে রেখে প্রচার করাই ছিল বিজেপির মূল লক্ষ্য। সে কারণেই নির্যাতিতার মা আহত হয়েছেন ও তাঁর কপালে আঘাত লেগেছে।

August 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৩: শনিবার বকলমে বিজেপির ডাকা নবান্ন অভিযান নিয়ে আম জনতার মনে উঠছে প্রশ্ন। আহত হওয়ার পরও অভয়ার মাকে হাসপাতালে না-নিয়ে গিয়ে কেন প্রায় আধ কিলোমিটার পথ হাঁটানো হল? কেনই বা প্রায় একঘণ্টা তাঁকে বসিয়ে রাখা হল রাস্তায়? ঢিলছোড়া দূরত্বের SSKM হাসপাতালে না নিয়ে গিয়ে নির্যাতিতার মা ও বাবাকে খিদিরপুর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেন গেরুয়া নেতারা?

অভিযোগ, নবান্ন অভিযান চলাকালীন পার্ক স্ট্রিটে কপালে আঘাত লাগে তাঁর। আহত হন তিনি। অভিযোগ উঠতেই পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে। পুলিশের সূত্র জানিয়েছে, এমন কোনও ফুটেজ মেলেনি যাতে দেখা যাচ্ছে পুলিশ নির্যাতিতার মাকে আঘাত করছে। আন্দোলনের নামে ধাক্কাধাক্কির সময় বিজেপির নেতা ও কর্মীদের হাতে আহত পুলিশকর্মীদের দেখতে ডান্ডার আঘাতে তিনি আহত হন, এমন সম্ভাবনাই দেখছে পুলিশ। বিক্ষোভের সময় পিছন থেকে বিজেপির কোনও নেতা বা কর্মীর ধাক্কায় গার্ডরেলে তাঁর মাথা ঠুকে যায়, এমন সম্ভাবনাও দেখছেন পুলিশের একাংশ।

নানা মহলের মতে, নির্যাতিতার মা ও বাবাকে সামনে রেখে প্রচার করাই ছিল বিজেপির মূল লক্ষ্য। সে কারণেই নির্যাতিতার মা আহত হয়েছেন ও তাঁর কপালে আঘাত লেগেছে। আহত মাকে কেন হাঁটানো হল? আহত হওয়ার পরও বিজেপি নেতা-কর্মীরা তাঁকে কেন কোনও হাসপাতালেই নিয়ে যাননি বা প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেননি? অভিযোগ উঠেছে, কৌস্তভ বাগচী ও অন্য কয়েকজন বিজেপি নেতা ও কর্মী ওই অবস্থায় নির্যাতিতার মা ও বাবাকে প্রথমে পার্ক স্ট্রিট থেকে গাড়ি করে ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের কাছে নিয়ে যান। সেখান থেকে তাঁরা নির্যাতিতার মাকে খিদিরপুর রোড ধরে হাঁটিয়ে নিয়ে যান। সেখানে প্রখর রোদে রাস্তায় নির্যাতিতার মা ও বাবাকে প্রায় একঘন্টা বসিয়ে রাখে বিজেপি।

এরপর কৌস্তভ বাগচী তাঁদের নিয়ে যান বাইপাসের কাছে বেসরকারি হাসপাতালে। হাতের কাছে এসএসকেএম থাকলেও তাঁরা চিকিৎসার জন্য কেন নিয়ে যাননি, পুলিশ এমন প্রশ্নও তুলছে। শনিবার নবান্ন অভিযানে বিজেপির ‘তাণ্ডবে’ আহত হয়েছেন পাঁচ পুলিশকর্মী ও আধিকারিকও। রবিবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন পুলিশকর্মী প্রশান্ত পোদ্দারকে দেখতে যান পুলিশ কমিশনার মনোজ বর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান, নির্যাতিতার মা যে আহত হয়েছেন, তা অভিপ্রেত নয়। কিন্তু কী কারণে এরকম হল, সত্যিই পুলিশ তাঁকে আঘাত করেছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ কমিশনারের কথায়, অভিযোগ করলে তদন্ত করা হবেই। কিন্তু অভিযোগ না-পেলেও পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen