হাই কোর্টের নির্দেশ অমান্য করে নবান্ন অভিযান, পুলিশের উপর হামলা, পাঁচটি FIR লালবাজারের

লালবাজার জানিয়েছে, হাই কোর্টের নির্দেশ অমান্য করে রানি রাসমণি অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল।

August 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৫: নবান্ন অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টি, কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য এবং পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি এফআইআর দায়ের করল লালবাজার।

আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনার বছর পারকে সামনে রেখে ৯ অগস্ট নবান্ন অভিযান হয়। সেই অভিযানে ছিলেন নির্যাতিতার বাবা, মা। ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ জনা কয়েক বিজেপি বিধায়ক এবং দলের নেতা, কর্মীদের একাংশ। নবান্ন অভিযান ঘিরে তুমুল অশান্তি হয় কলকাতায়।

পুলিশ আগে জানিয়ে দেয়, তারা মিছিলের অনুমতি দেয়নি। এ-ও জানিয়ে দিয়েছিল, কলকাতায় প্রতিবাদ কর্মসূচি যদি করতেই হয়, তা হলে তা রানি রাসমণি অ্যাভিনিউতে করা যেতে পারে। কিন্তু পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মতলা থেকে মিছিল পার্ক স্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশে রওনা দিয়েছিল। ওই মিছিলে নির্যাতিতার মা-বাবা এবং শুভেন্দুও ছিলেন। কিন্তু পার্ক স্ট্রিট মোড়েই মিছিল আটকে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনাও ঘটে।

লালবাজার জানিয়েছে, হাই কোর্টের নির্দেশ অমান্য করে রানি রাসমণি অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল। তা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ছাড়াও পুলিশের এক কনস্টেবলকে নির্মম ভাবে মারধর করা হয়েছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। সেই ঘটনায় নিউ মার্কেট থানায় একটি এফআইআর হয়েছে। এফআইআর হয়েছে হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর করার ঘটনাতেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen