Trump-র Tariff War-র জের, সমাজ মাধ্যমে উঠল #Boycott America-র দাবি

বছর পাঁচেক আগে গলওয়ান সংঘর্ষের পর চীনা পণ্য বয়কটের দাবি উঠেছিল দেশজুড়ে, মূলত সোচ্চার হয়েছিলেন নেটিজেনরা।

August 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৯: বছর পাঁচেক আগে গলওয়ান সংঘর্ষের পর চীনা পণ্য বয়কটের দাবি উঠেছিল দেশজুড়ে, মূলত সোচ্চার হয়েছিলেন নেটিজেনরা। এবার ফের একই দাবি উঠল তবে এবার টার্গেট আমেরিকান ব্র্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক (Tariff) বসিয়েছেন। যার প্রতিবাদে ভারতে মার্কিন ব্র্যান্ড বয়কটের দাবি উঠেছে।

উল্লেখ্য, মার্কিন পণ্যের অন্যতম বড় বাজার হল ভারত। একাধিক মার্কিন কোম্পানি ভারতে রমরমিয়ে ব্যবসা করছে। Tariff War-র আবহে মার্কিন পণ্য বয়কট করে ওয়াশিংটনকে শিক্ষা দেওয়ার দাবি জানাচ্ছেন অনেকেই। কারণ হিসাবে বলা হচ্ছে, দেশীয় কৃষকদের ও স্টার্টআপ সংস্থাগুলির স্বার্থে মার্কিন পণ্য বয়কট করা উচিত ভারতীয়দের।

একাধিক ব্যবসায়িক সংস্থার কর্তাদের মতে, আন্তর্জাতিকস্তরে পরিচিতি পেতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের বিক্রি বাড়াতে হবে। আর এক সংস্থার কর্তা জানিয়েছেন, মার্কিন সোশ্যাল মিডিয়াগুলির জন্য এখন বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করা উচিত ভারতের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen