আগামী সপ্তাহে ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কী নিয়ে আলোচনা?

সোমবারের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী সহ তাঁর মন্ত্রিসভা।

August 12, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২১: সোমবার মন্ত্রিসভার বৈঠক করে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি। আজ, মঙ্গলবার আগামী মন্ত্রিসভার বৈঠকের নির্ঘণ্ট জানিয়ে বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। আগামী সোমবার ১৮ অগস্ট নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। এবার সাত দিনের মধ্যেই ফের বৈঠক ডাকা হল।

নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সোমবার বিকেল চারটেয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসবে। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী সহ তাঁর মন্ত্রিসভা। এই অল্প দিনের ব্যবধানে ফের বৈঠক ঘিরে জল্পনা বাড়ছে।

সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত ক্রমশ বাড়ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে বাংলা ভাষায় কথা বলায় আক্রমণ করার অভিযোগ উঠছে। এই বিষয়গুলি নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী এমনই শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen