নবান্ন অভিযানে DC SSD বিদিশা কলিতাকে খুনের চেষ্টা, গ্রেপ্তার জগদ্দলের যুবক

অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানের সময় চাঞ্চল্যকর ঘটনা।

August 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৭: অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানের সময় চাঞ্চল্যকর ঘটনা। DC SSD বিদিশা কলিতা ও এক কনস্টেবলকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম চন্দন গুপ্ত। সে জগদ্দলের বাসিন্দা। বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে তাকে আটক করা হয়।

আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও ন্যায়বিচার হয়নি বলে অভিযোগ অভয়ার বাবা-মায়ের। সিবিআই তদন্তে গতি আনার দাবিতে তারা গত ৯ আগস্ট নবান্ন অভিযানের আহ্বান জানান।

গত শনিবার পার্ক স্ট্রিট ও সাঁতরাগাছি, দুই জায়গাতেই বিজেপির নেতৃত্বে বিক্ষোভ হয়। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে অংশ নেন বিজেপি কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে উত্তেজনা ছড়ায়। ধস্তাধস্তিতে অভয়ার মা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মীও। অভিযোগ, ডিসি এসএসডি বিদিশা কলিতা ও কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর করা হয় এবং খুনের চেষ্টা চালানো হয়।

ঘটনার পরই পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তদন্তে নেমে বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিট মোড় থেকে জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এদিকে, নবান্ন অভিযানে স্ত্রীর ওপর পুলিশের অত্যাচারের অভিযোগ এনে অভয়ার বাবা শেক্সপিয়র সরণি থানায় পৃথক এফআইআর দায়ের করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen