‘মাতৃভাষাকে কখনও উপেক্ষা-অবজ্ঞা করবেন না’, কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে বার্তা মমতার

স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, একাধিক জায়গায় বাংলা এবং বাঙালির অবদান উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

August 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: আজ কন্যাশ্রী দিবস। রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্প (Kanyashree Scheme) আজ ১২ বছর পূর্ণ করল। ধনধান্য সভাঘরে সেই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরনে।

দেশে এবং বিশ্ব মানচিত্রে পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষার মাহাত্ম্য কী, তাও ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, একাধিক জায়গায় বাংলা এবং বাঙালির অবদান উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম স্মরণ করেন মমতা। তাঁর বার্তা, ”সব ভাষা শেখা উচিত, সব ভাষাকে সম্মান করা উচিত। কিন্তু নিজের মাতৃভাষাকে কখনও উপেক্ষা-অবজ্ঞা করবেন না।”

বাঙালি হেনস্থা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”দেশভাগের প্রভাব আমাদের ওপরও পড়েছে এটা ঠিক। তবে যারা এক কাপড়ে সব কিছু ফেলে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তাঁরা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স তাঁদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। যদি ভারত সরকার এমনটা মনে করে, এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা যারা বাংলায় কথা বলছে তাঁদের হেনস্থা করা হচ্ছে।” মমতার প্রশ্ন, “আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা আমার ভাষাকে সম্মান করবেন না কেন?”

ইউনেস্কো কন্যাশ্রী প্রকল্পকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দিয়েছে – ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান পেয়ে কন্যাশ্রী জিতেছে ইউনাইটেড নেশনস পুরস্কার। কন্যাশ্রীর সাফল্য তুলে ধরে এদিন মমতা জানিয়েছেন, রাজ্যের ৯৩ লক্ষের বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে। তাঁদের কাছে পৌঁছে গিয়েছে প্রায় সাড়ে সতেরো হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই প্রকল্প চালুর পর স্কুলগুলিতে ড্রপ-আউটের সংখ্যাও কমেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen