Kolkata Metro: ১৫ আগস্টে কম চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি
শুক্রবার মেট্রো সংখ্যা কম থাকায় সময়ের ব্যবধান বেড়ে যাবে। প্রতিদিন রাত ১০.৪০ এ দুই প্রান্তিক স্টেশন থেকে যে বিশেষ মেট্রো চলে, সেটিও চলবে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: শুক্রবার, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ছুটির দিন। যদিও এই ছুটির আওতায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা যেমন হাসপাতাল ও রেলের কর্মী অন্তর্ভুক্ত নয়। তাই শুক্রবার কলকাতায় রেল, বাস এবং মেট্রো পরিষেবা চালু থাকবে। তবে ওই দিন মেট্রো চলাচল কম হবে। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
- সোম থেকে শনিবার, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট অর্থাৎ ব্লু লাইনে মোট ২৬২টি মেট্রো চলাচল করে উভয় দিকেই।
- কিন্তু স্বাধীনতা দিবসে চলবে মাত্র ১৮২টি মেট্রো।
- গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২-তে সংখ্যাও কম থাকবে।
- তবে প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।
কলকাতা মেট্রোরেল সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে ৯১টি আপ এবং ৯১টি ডাউন ট্রেন চলবে। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো একই সময়ে ছাড়বে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকেও প্রথম মেট্রো একই সময়ে ছাড়বে।
অন্যান্য দিন ব্যস্ত সময়ে ৫ মিনিট পরপর মেট্রো পরিষেবা পাওয়া যায়। কিন্তু শুক্রবার মেট্রো সংখ্যা কম থাকায় সময়ের ব্যবধান বেড়ে যাবে। প্রতিদিন রাত ১০.৪০ এ দুই প্রান্তিক স্টেশন থেকে যে বিশেষ মেট্রো চলে, সেটিও চলবে।
গ্রিন লাইন-২ রুট বা এসপ্ল্যানেড-হাওড়া রুটে শুক্রবার মোট ১২৪টি মেট্রো চলবে, যার মধ্যে ৬২টি আপ এবং ৬২টি ডাউন ট্রেন থাকবে। আবার গ্রিন লাইন ১ রুটে চলবে ৯২টি মেট্রো। এই দুই রুটে পরদিন অর্থাৎ শনিবার, ১৬ আগস্ট একই সংখ্যক মেট্রো পরিষেবা থাকবে। ওইদিন জন্মাষ্টমী উপলক্ষে তুলনামূলক কম মেট্রো চলবে। তবে শনিবার ব্লু লাইনে নির্ধারিত সময়ে নির্দিষ্ট সংখ্যক মেট্রো চলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।