৭৯ তম স্বাধীনতা দিবসে মুক্তি পেলো ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল টিজার

দেবের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানি, রূপা গাঙ্গুলি এবং অ্যালেক্স ও’নেল-কে।

August 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২১: স্বাধীনতা দিবস ২০২৫-এর বিশেষ দিনে দর্শকদের জন্য বড় চমক নিয়ে এল SVF ও Dev Entertainment Ventures। শুক্রবার মুক্তি পেল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল টিজার, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব।

এই দিন সাকলে এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডের এই টিজারে ফুটে উঠেছে ব্রিটিশ শাসকদের অত্যাচার ও শাসনের ছোঁয়া। বাংলার সাধারণ মানুষের উপর যখন নেমে এসেছে দুঃসহ নির্যাতনের কালো ছায়া, তখনই এক সাহসী যোদ্ধা উঠে আসেন জনতার মধ্য থেকে—যিনি মানুষের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের পতাকা তোলেন। টিজারের আবহ, সংলাপ এবং চিত্রায়ণ থেকে স্পষ্ট—এটি কেবল একটি অ্যাকশন ছবি নয়, বরং বিদ্রোহ ও প্রতিবাদের গল্প। SVF-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়েছে, “বিদ্রোহ তাঁর শিরায় বইছে, প্রতিবাদ তাঁর রক্তে মিশে আছে—আসছে রঘু ডাকাত।”

এই ছবিতে দেবের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানি, রূপা গাঙ্গুলি এবং অ্যালেক্স ও’নেল-কে। এই প্রজেক্টটি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও দেব— দুইজনের জন্যই স্বপ্নের কাজ।এই ছবির কথা ২০২১ সালে প্রথম ঘোষণা হলেও নানা কারণে শুটিং শুরু হতে দেরি হয়; অবশেষে চলতি বছর ছবিটি মুক্তি পাচ্ছে।

উল্লেখ্য, এর আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও দেব একসঙ্গে কাজ করেছিলেন স্পোর্টস ড্রামা ‘গোলন্দাজ’-এ, যেখানে দেব ফুটবল আন্দোলনের পথপ্রদর্শক নাগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছিলেন।

এই দুর্গাপুজোয় টলিউডের বড় পর্দায় হবে তুমুল সংঘর্ষ—‘রঘু ডাকাত’-এর সঙ্গে বক্স অফিসে পাল্লা দেবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’ এবং শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরাণী’। ফলে পুজোর ছুটিতে দর্শকদের জন্য থাকছে একসঙ্গে তিনটি বড় বাজেটের বাংলা সিনেমার লড়াই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen