PM Modi: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর আরএসএস-স্তুতি

মোদী আরএসএসের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, “সঙ্ঘের স্বয়ংসেবকরা ‘সেবা ও সংগঠন’-এর আদর্শ বুকে নিয়ে নিরলস কাজ করে চলেছেন।

August 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৮: লালকেল্লার (Red Fort) প্রাঙ্গণ থেকে স্বাধীনতা দিবসের (Independence Day) ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (RSS) “বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা” (World’s Largest NGO) হিসেবে অভিহিত করেন। সঙ্ঘের শতবর্ষ (Centenary) উপলক্ষে দেওয়া এই ভাষণে তিনি বলেন, “১০০ বছর ধরে সঙ্ঘ দেশসেবায় নিবেদিত। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস সঙ্ঘের গর্ব।”

মোদী আরএসএসের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, “সঙ্ঘের স্বয়ংসেবকরা ‘সেবা ও সংগঠন’-এর আদর্শ বুকে নিয়ে নিরলস কাজ করে চলেছেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে সামাজিক সম্প্রীতি (Social Harmony) রক্ষা – সবক্ষেত্রেই তাদের ভূমিকা অনন্য।” তাঁর এই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘ঐতিহাসিক’ বলে চিহ্নিত করছেন, কারণ স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরকারি মঞ্চ থেকে সরাসরি আরএসএসের প্রশংসা করলেন।

প্রসঙ্গত, অতীতে কংগ্রেস সরকার একাধিকবার আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এমনকি কিছু বিদেশি সংস্থা সংঘকে ‘উগ্রপন্থী’ (Extremist) হিসেবেও চিহ্নিত করেছিল। মোদির এই ভাষণকে তাই অনেকেই ‘আরএসএস-এর জন্য শাপমোচন’ বলে ব্যাখ্যা করছেন। রাজনৈতিক মহলের ধারণা, সঙ্ঘের শতবর্ষে এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাবকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

গত ১১ বছরে প্রধানমন্ত্রী মোদী সরকারি স্তরে সঙ্ঘের সঙ্গে দূরত্ব বজায় রাখলেও, এবারের ভাষণে সেই নীতি ভেঙেছেন। বিশ্লেষকদের মতে, ২০২৪ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) পর এই বক্তব্য RSS-এর সঙ্গে BJP-এর সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

মোদীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সঙ্ঘের স্বয়ংসেবকরা। অন্যদিকে, বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে, “সরকারি মঞ্চে কোনো রাজনৈতিক সংগঠনের প্রশংসা রীতিবিরুদ্ধ।”

প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা আন্দোলনে সঙ্ঘের খুব একটা ভূমিকা পাওয়া যায়না। সাভারকারের মত নেতারা নিদান দিয়েছিলেন কংগ্রেসের বিরোধিতা করতে ইংরেজদের সঙ্গে হাত মেলানোর। কিন্তু মোদী আজ কোনো ইতিহাসের তোয়াক্কা না করে প্রমাণ করে দিলেন, যে তিনি এখনো আরএসএসের একজন একনিষ্ঠ স্বয়ংসেবক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen