Vice Presidential Election: রবিসন্ধ্যায় NDA শিবিরের উপরাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা নাড্ডার

রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করে দিলেন NDA-র উপরাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ

August 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৮: জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফার পর উপরাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। অবশেষে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করল এনডিএ। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করে দিলেন NDA-র উপরাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan)।

আজ, রবিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের সংসদীয় বোর্ডের বৈঠক বসে ছিল। মোদীও উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠক শেষে নড্ডা জানান, সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, NDA শিবিরের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে বেছে নিচ্ছেন। বিজেপি সভাপতি জানান, তাঁরা চাইছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরাষ্ট্রপতি নির্বাচন হোক। তাই বিরোধীদের থেকেও সমর্থন চেয়েছেন নড্ডা।

রাধাকৃষ্ণণ এখন মহারাষ্ট্রের রাজ্যপাল। কোয়েম্বাটুর থেকে দু’বার জয়ী হয়ে সংসদেও গিয়েছিলেন তিনি। তামিলনাড়ু বিজেপির সভাপতিও ছিলেন। রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে বিজেপি দক্ষিণ ভারতকে বার্তা দিতে চাইল বলেই মত রাজনৈতিক মহলের। অঙ্কের হিসাবে সরকার পক্ষের প্রার্থীরই জয়ী হওয়ার কথা। এখনও বিরোধী শিবির প্রার্থী ঘোষণা করেনি, এখন দেখার ইন্ডিয়া শিবির কোনও প্রার্থী দেয় কি-না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen