দেব-শুভশ্রী: টলিউডের অসমাপ্ত প্রেমকাহিনি

ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’ ছিল দেব-শুভশ্রীর প্রেম। তবে প্রকাশ্যে তাঁরা সবসময় একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই উল্লেখ করেছেন

August 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৪: টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম ছিলেন দেব (Dev) ও শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। শুধু রুপালি পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল আলোচনার কেন্দ্রে।

দর্শকের কাছে তাঁদের জুটি জনপ্রিয়তা পায় ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে। এরপর একে একে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করে তাঁরা হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির হিট জুটি।

ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’ ছিল দেব-শুভশ্রীর প্রেম। তবে প্রকাশ্যে তাঁরা সবসময় একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই উল্লেখ করেছেন। দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক হঠাৎই ভেঙে যায়। যদিও প্রকৃত কারণ আজও অজানা, তবে ঘনিষ্ঠ মহলের মতে, ব্যস্ত কেরিয়ার, একের পর এক ছবির শিডিউল এবং ব্যক্তিগত সময়ের অভাব। এসবের কারণেই দূরত্ব তৈরি হয়েছিল।

শোনা যায়, সেই সময় দেবের জীবনে আসেন রুক্মিণী মৈত্র। তখন তিনি মডেলিং করতেন। দেবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে পৌঁছায়। এরপর থেকেই নাকি সম্পর্কে ফাটল ধরে।

বিচ্ছেদের পর শুভশ্রীর জীবনে আসেন পরিচালক রাজ চক্রবর্তী। ধীরে ধীরে প্রেম গড়ায় বিয়েতে। আজ তাঁদের সুখী সংসার, রয়েছে দুই সন্তানও। অন্যদিকে দেব নিজের অভিনয় জীবন ও রাজনৈতিক কেরিয়ার নিয়ে এগিয়ে চলেছেন।

আজ দেব-শুভশ্রী আলাদা পথে হাঁটলেও দর্শক এখনও তাঁদের অনস্ক্রিন জুটিকে ভোলেননি। অনেকের কাছে তাঁদের প্রেম কাহিনি টলিউডের সবচেয়ে রোম্যান্টিক অথচ অসমাপ্ত গল্প হিসেবে রয়ে গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen