সারদাকাণ্ডে তিন মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়, এখনই জেল মুক্তি নয়
সারদা আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত প্রতারণার অভিযোগে ২০০টিরও বেশি মামলা রয়েছে এদের বিরুদ্ধে। অভিযুক্তদের জেলমুক্তি হচ্ছে না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: সারদাকাণ্ডে তিনটি মামলায় বেকসুর খালাস হলেন সারদাকর্তা সুদীপ্ত সেন এবং সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি FIR দায়ের হয়েছিল তাঁদের নামে। পরে রাজ্য সরকার ও তাঁদের বিরুদ্ধে মামলা করে। আজ, মঙ্গলবার ওই তিন মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাঙ্কশাল আদালত। উল্লেখ্য, এই তিনটি মামলাই সারদাকর্তা সুদীপ্ত এবং দেবযানীর বিরুদ্ধে প্রথম মামলা।
তবে এখনও তাদের দুজনের বিরুদ্ধে আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। সারদা আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত প্রতারণার অভিযোগে ২০০টিরও বেশি মামলা রয়েছে এদের বিরুদ্ধে। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এবং ED-র মামলাও রয়েছে। তিনটি মামলায় বেকসুর খালাস হলেও অভিযুক্তদের জেলমুক্তি হচ্ছে না।
দেবযানীর আইনজীবীর দাবি, তিন মামলায় সাক্ষী হিসাবে ৫০ জনের নাম থাকলেও প্রায় ১৫ জনের কোনও সাক্ষ্য পাওয়া যায়নি। যারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছিলেন, তারাও অভিযোগ প্রমাণ করতে পারেননি। সেই কারণেই আদালত সুদীপ্ত এবং দেবযানীকে হেয়ার স্ট্রিট থানার ওই তিন মামলায় বেকসুর খালাস করে দিয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সারদা আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরে দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে গা ঢাকা দিয়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত। কাশ্মীর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তখন থেকে দুজনই জেলে রয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় প্রতারিতেরা অভিযোগ জানান। তদন্তভার নেয় সিবিআই। ইডি এবং সেবি-ও সুদীপ্তের বিরুদ্ধে মামলা করেছে।