ICC Women’s Cricket World Cup : ঘোষিত হল ভারতীয় দল, কারা রয়েছেন দলে?

মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় দল। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলও জানিয়ে দেওয়া হয়েছে।

August 19, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় দল। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলও জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যাশামতোই ১৫ জনের দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর। উল্লেখযোগ্যদের মধ্যে জায়গা পাননি শেফালি বর্মা। বাংলা থেকে দলে রয়েছেন রিচা ঘোষ। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজেও একই দল খেলবে।

সম্প্রতি ইংল্যান্ড সফরে ভালো ফল করেছে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীতের বক্তব্য, “আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ইংল্যান্ড সিরিজেও মোটামুটি এই দলটাই ছিল।” অন্যদিকে মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিডের বক্তব্য, “এই দলটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করেছি। আমরা বেশি পরীক্ষানিরীক্ষা করতে চাইনি।” ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। বিশ্বকাপের আগে ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেখানে যে দল ঘোষণা হয়েছে, তাতে শুধু আমনজ্যোতের বদলে সুযোগ পেয়েছেন সায়লি সাতঘড়ে।

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জোরে বোলার রেণুকা সিংহ। মহিলাদের আইপিএল খেলার সময় কুঁচকিতে চোট পান তিনি। চোট গুরুতর না হলেও এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে ছিলেন বেশ কিছু দিন। এখন ম্যাচ খেলার জন্য তৈরি তিনি। স্বাভাবিক ভাবেই তাঁকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে।

মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দল
হরমনপ্রীত কৌর (অধিনায়ক)
স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক)
প্রতিকা রাওয়াল
হরলিন দেওল
দীপ্তি শর্মা
জেমাইমা রদ্রিগেজ
রেণুকা সিং ঠাকুর
অরুন্ধতী রেড্ডি
রিচা ঘোষ (উইকেটকিপার)
ক্রান্তি গৌড়
অমনজ্যোত কৌর
রাধা যাদব
শ্রী চরণী
যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার)
স্নেহ রানা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen