Asian Shooting Championships 2025: মানু ভাকরের ব্রোঞ্জ, দলগত ইভেন্টেও সাফল্য ভারতের
ভারতের তারকা শ্যুটার ও দুইবারের অলিম্পিক পদকজয়ী মানু ভাকর আবারও প্রমাণ করলেন তাঁর ধারাবাহিকতা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫০: ভারতের তারকা শ্যুটার ও দুইবারের অলিম্পিক পদকজয়ী মানু ভাকর আবারও প্রমাণ করলেন তাঁর ধারাবাহিকতা। কাজাকিস্তানে শিমকেন্টে চলা এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিলেন তিনি। এটি ভাকরের ক্যারিয়ারের নবম পদক এই মহাদেশীয় আসরে।
ব্যক্তিগত ইভেন্টে সাফল্যের পাশাপাশি দলগত প্রতিযোগিতাতেও পদক জুটল ভারতীয়দের ঝুলিতে। মানু ভাকর, সুরুচি সিং ও পালাক মিলে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জেতেন। তিনজনের সম্মিলিত স্কোর ছিল ১৭৩০।
ফাইনালে মানু দুর্দান্ত পারফর্ম করলেও সোনা জিতে নেন চীনের কিয়াঙ্কে মা, যার স্কোর ছিল ২৪৩.২। কোরিয়ার জিন ইয়াং পান রুপো (২৪১.৬)। কোয়ালিফিকেশন রাউন্ডে মানু ৫৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে ফাইনালে উঠেছিলেন। অন্যদিকে, সুরুচি (৫৭৪) অল্পের জন্য বাদ পড়েন এবং পালাক শেষ করেন ১৭তম স্থানে (৫৭৩)।
প্যারিস অলিম্পিকের পর থেকে মানু নিয়মিত ভালো পারফরম্যান্স করে চলেছেন। চলতি মরশুমেই তিনি লিমা বিশ্বকাপে রুপো জিতেছিলেন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। যদিও মিউনিখ বিশ্বকাপে ২৫ মিটার পিস্তলে ষষ্ঠ হয়ে খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে।
প্রতিযোগিতার প্রথম দিনেই পুরুষদের দল ভারতকে এনে দেয় রুপো। অনমোল জৈন, আদিত্য মালরা এবং সৌরভ চৌধুরীর সম্মিলিত স্কোর ১৭৩৫ ছিল, যা তাদের দ্বিতীয় স্থানে তোলে। চীন জিতে নেয় সোনা (১৭৪৪)। ব্যক্তিগত ইভেন্টে অনমোল সপ্তম স্থান থেকে ফাইনালে উঠে ষষ্ঠ স্থানে শেষ করেন (১৫৫.১)। অন্যদিকে, আদিত্য ১৩তম এবং এশিয়ান গেমস স্বর্ণপদকজয়ী সৌরভ শেষ করেন ২১তম স্থানে।
এবারের আসরে ভারতীয় দল বিশাল সংখ্যায় প্রতিযোগী নিয়ে অংশ নিচ্ছে মোট ১৮২ জন শ্যুটার প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র, জুনিয়র ও যুব বিভাগে। ৫৮টি ইভেন্টের মধ্যে ৪৬টি ব্যক্তিগত এবং ১২টি মিক্সড টিম ইভেন্ট রয়েছে।
গতবার কোরিয়ার চ্যাংওনে ভারত শেষ করেছিল তৃতীয় স্থানে ৬টি সোনা, ৮টি রুপো ও ৫টি ব্রোঞ্জ জিতে।