130th Constitutional Amendment Bill: সংসদে উত্তাল পরিস্থিতি, তৃণমূলের দুই মহিলা সাংসদকে হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে

আজ, বুধবার লোকসভায় পেশ হয় বিতর্কিত সংবিধান সংশোধনী বিল।

August 20, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪০: আজ, বুধবার লোকসভায় পেশ হয় বিতর্কিত সংবিধান সংশোধনী বিল। অভিযোগ, সেই সময় বিক্ষোভের মাঝেই হেনস্থার শিকার হয়েছেন তৃণমূলের দুই মহিলা সাংসদ মিতালি বাগ ও শতাব্দী রায়। তৃণমূল কংগ্রেসের, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং রভনীত সিং বিট্টু লোকসভায় তাঁদের মহিলা সাংসদদের ওপর ‘হামলা’ করেছেন। এমনকী তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে সংসদ চত্বরে এসে অভিযোগ জানিয়েছেন তাঁরা। সংসদের বাইরে বিজেপি সাংসদদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মিতালি।

সংসদের বাইরে বিজেপি সাংসদদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মিতালি বাগ বলেন, “গণতন্ত্র রক্ষার জন্য আমরা শান্তিপূর্ণভাবে ওয়েলে নেমে স্লোগান দিচ্ছিলাম, হঠাৎ দেখলাম রিজিজুজি আর বিট্টুজি নিজের আসন থেকে উঠে এসে প্রথমে আবু তাহেরদাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, তারপর এসে আমার ওপর হামলা করলেন, আমাদের এমনভাবে ধাক্কা দিলেন, দেখুন আমার হাতের চামড়াটা উঠে গেছে। মহিলাদের ওপর এই হামলা লজ্জার বিষয়, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম, তাই আমাদের কন্ঠরোধ করার চেষ্টা করছে ওরা। আমরা তৃণমূল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের প্রতিবাদের আওয়াজ রোধ করা যাবে না।”

উল্লেখ্য, আজ বুধবাবার লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা হয়। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না-পান, তা নিশ্চিত করা হবে ওই বিলে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেল হেপাজতে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। তীব্র প্রতিবাদ করে বিরোধীরা প্রস্তাবিত এই আইনগুলিকে কঠোর বলে অভিহিত করে। বিরোধীদের মতে, বিলগুলি তাড়াহুড়ো করে আনা হয়েছে ‘ভোটচুরি’ থেকে নজর ঘোরানোর জন্য।

কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে হট্টগোলের জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, “বিশৃঙ্খলা তৈরি করলে বিরোধীদের ক্ষতি হয়, বিশেষ করে নতুন সাংসদদের। আপনারা যত বেশি বিশৃঙ্খলা তৈরি করবেন, জনগণ তত বেশি আপনাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করবে। আবারও, আমি আপনাদের সকলকে আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen