ওড়িশার চাঁদিপুরে Agni-5 missile-র সফল উৎক্ষেপণ, কতটা ক্ষমতাধর এই ক্ষেপনাস্ত্র?

আরও এক সাফল্যের নজির ভারতের মুকুটে, সফল হল অগ্নি-৫ মিসাইলের পরীক্ষা।

August 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২৮: আরও এক সাফল্যের নজির ভারতের মুকুটে, সফল হল অগ্নি-৫ মিসাইলের পরীক্ষা। বুধবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে উৎক্ষেপিত হল এই ইন্টারমিডিয়েটড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল (Intermediate-range ballistic missile)। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, যাবতীয় অপারেশনাল ও টেকনিক্যাল মাপকাঠিতে অগ্নি-৫ (Agni-5 missile) সফল হয়েছে।

ডিআরডিও-র (DRDO) তৈরি অগ্নি সিরিজের সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র হল অগ্নি-৫। পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এই মিসাইল। অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি সমৃদ্ধ অগ্নি-৫ মিসাইল একাধিক পরমাণু ওয়ারহেডও বহন করতে পারে। সর্বোচ্চ দেড় টনের ওয়ারহেড বহন করতে পারবে এটি।

ভারতীয় প্রযুক্তি নেভিক ও মার্কিন প্রযুক্তি GPS ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে এই মিসাইল। তিন স্টেজের সলিড ফুয়েল প্রপালসন সিস্টেম ব্যবহার হওয়ায় এই মিসাইল সহজে বহন করা যায়। আগামীতে এই মিসাইলে বাঙ্কার বাস্টার বম্ব প্রযুক্তিও যোগ করা হতে পারে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen