Parliament: সংসদের নিরাপত্তায় ফাটল, প্রাচীর টপকাতে গিয়ে ধৃত যুবক

এই ঘটনাটি ঘটেছে ২০২৩-এর সেই বড় নিরাপত্তা ফাটলের মাত্র দেড় বছর পরেই, যা দেশকে কাঁপিয়ে দিয়েছিল।

August 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৮: শুক্রবার ভোরে দিল্লির সংসদ ভবনের (Parliament) প্রাচীর টপকাতে গিয়ে এক যুবককে আটক করেছে নিরাপত্তা রক্ষীরা। দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, এই নিরাপত্তায় ফাটল (Security Breach) ঘটেছে সকাল ছ’টার সময়। ধৃত ব্যক্তি প্রাচীর বেয়ে উঠে ভেতরে ঝাঁপ দেওয়ার চেষ্টা চালালে তাকে আটক করা হয়।

এই ঘটনাটি ঘটেছে ২০২৩-এর সেই বড় নিরাপত্তা ফাটলের মাত্র দেড় বছর পরেই, যা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। ২০২৩-এর ১৩ই ডিসেম্বর, ২০০১-এর সংসদ হামলার বার্ষিকীতেই, দুই ব্যক্তি লোকসভা কক্ষের ভিজিটর্স গ্যালারি (Visitors’ Gallery) থেকে সদন কক্ষে (Chamber) ঝাঁপ দিয়ে হৈচৈ করেছিল। সে সময় তারা ক্যানিস্টার থেকে হলুদ রঙের গ্যাস ছাড়ে এবং স্লোগান দিতে থাকে।

দু’বছরেরও কম সময়ের মধ্যে আবার সংসদ চত্বরে এমন ঘটনা দেশবাসীর মনে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থা (Security Protocol) নিয়ে। পুলিশ ধৃত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পুরো ঘটনাটির তদন্ত করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen