পঞ্জাবে গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত সাত, আহত অনেক

August 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪২: পঞ্জাবে দুর্ঘটনাগ্রস্থ গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, অনেকেই আহত হয়েছে। হোশিয়ারপুর-জলন্ধর রাজ্যসড়কে ঘটনাটি ঘটেছে।

শনিবার রাত ১০টা নাগাদ মান্ডিয়ালা গ্রামের কাছে ট্যাঙ্কারটির সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পরই ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল।

আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের পর আশপাশের ১৫টি দোকান ৫টি বাড়িতে আগুন লেগে যায়। দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen