গাজার নাসের হাসপাতালে ইজরায়েলি হামলা, ৫ সাংবাদিকসহ নিহত কমপক্ষে ২০

একটি ড্রোন গিয়ে আছড়ে পড়ে হাসপাতালের ছাদে। তখনই এক সাংবাদিক নিহত হন। তার কিছুক্ষণের মধ্যেই টানা ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে ইজরায়েলি বাহিনী

August 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: গাজার নাসের হাসপাতালে ফের ভয়াবহ হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুর থেকে টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন। প্যালেস্তিনের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স ও এপির ফটোগ্রাফার ও সংবাদকর্মীরাও এই হামলায় প্রাণ হারিয়েছেন।

ঘটনাস্থল সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি ড্রোন গিয়ে আছড়ে পড়ে হাসপাতালের ছাদে। তখনই এক সাংবাদিক নিহত হন। তার কিছুক্ষণের মধ্যেই টানা ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে ইজরায়েলি বাহিনী। উদ্ধারকাজ চলাকালীন বোমাবর্ষণ অব্যাহত থাকায় মৃত্যু বেড়ে দাঁড়ায় ২০-এ। আহত হয়েছেন অন্তত ১২ জন।

ইজরায়েলি সেনা বা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে গাজার সাংবাদিক সমাজ ও আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এটি প্রথম নয়, এর আগেও গাজায় (Gaza) সংবাদমাধ্যমের উপর একাধিক হামলার অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। শুধু অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইজরায়েলি (Israel) আক্রমণে প্রায় ২০০-র বেশি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানাচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

গাজায় এখন একদিকে দুর্ভিক্ষ, অন্যদিকে অবিরাম হামলা, দুই মিলিয়ে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। ত্রাণ আনতে গিয়েও বহু মানুষ সেনার গুলিতে প্রাণ হারাচ্ছেন। নিত্যদিন মৃত্যুর খবর এসে পৌঁছচ্ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen