TMCP Foundation Day: ২৮ আগস্ট মেয়ো রোডে মহাসমাবেশ, ছাব্বিশের লড়াইয়ে সুর বেঁধে দেবেন মমতা?

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আসছে বৃহস্পতিবার মেয়ো রোডে হচ্ছে বার্ষিক ছাত্র সমাবেশ।

August 26, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৭: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আসছে বৃহস্পতিবার মেয়ো রোডে হচ্ছে বার্ষিক ছাত্র সমাবেশ। সেখানে সরাসরি উপস্থিত থেকে ছাত্র রাজনীতির পাঠ দেবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, এই মহাসমাবেশ থেকেই ছাত্রছাত্রীদের ছাব্বিশের নির্বাচনে লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে উঠে আসায়, তিনি জানেন কোন বিষয়গুলো ছাত্রস্বার্থে আন্দোলনের উপযুক্ত এবং কোন কাজ ছাত্রদের মানায় না। সেই অভিজ্ঞতা থেকেই এবার ছাত্রছাত্রীদের সামনে দিকনির্দেশ রাখবেন তৃণমূল নেত্রী।

রাজনৈতিকভাবে এ বছরের সমাবেশকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে একাধিক কারণে। প্রথমত, সামনে রাজ্য বিধানসভা নির্বাচন, যেখানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ যে কোন‌ও দলের জন্যই বড় সম্পদ। সমাবেশ থেকে তরুণদের সেই ভূমিকা নিয়ে বার্তা দেবেন মমতা। দ্বিতীয়ত, দক্ষিণ কলকাতা ল’কলেজের ধর্ষণকাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের ভাবমূর্তি চাপে পড়েছে। গ্রেপ্তার হয়েছেন সংগঠনের এক নেতা। এই অবস্থায় ছাত্র সংগঠনকে ভবিষ্যতের পথে সুনির্দিষ্ট দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বানও আসবে এই সমাবেশ থেকে। তৃণমূল নেতৃত্ব চাইছে ছাত্রছাত্রীরা শুধু আন্দোলনের ইতিহাস জানুক তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষা ক্ষেত্রে উদ্যোগ ও কেন্দ্রের নীতির পার্থক্যও সামনে আনুক।

রাজ্যের প্রতিটি জেলা থেকে পড়ুয়াদের আনতে তৃণমূল ছাত্র পরিষদ গত একমাস ধরে জোর প্রচার চালিয়েছে। কলেজ-ইউনিভার্সিটিতে সভা-মিছিল হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দাবি করেছেন, ‘‘এবারের সমাবেশ হবে সর্ববৃহৎ। অন্তত দু’লক্ষ ছাত্রছাত্রী ভিড় করবেন মেয়ো রোডে।’’

সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen