Premier League এ নতুন তারার আবির্ভাব: রিও এনগুমোহা
প্রিমিয়ার লিগের(Premier League) সোমবার রাত যেন এক রোমাঞ্চকর রাত। ১
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: প্রিমিয়ার লিগের(Premier League) সোমবার রাত যেন এক রোমাঞ্চকর রাত। ১৬ বছর বয়সী রিও নগুমোহা(Rio Ngumoha)ম্যাচে বদলি হিসেবে নামে অসাধারণ এক গোল করে লিভারপুলকে(Liverpool) ৩-২ ব্যবধানে জয় এনে দিলেন নিউক্যাসলের বিরুদ্ধে। এই গোল দিয়েই তরুণ উইঙ্গার হয়ে গেলেন প্রিমিয়ার লিগ ইতিহাসের চতুর্থ কনিষ্ঠতম গোলদাতা।
প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় নিউক্যাসল। অ্যান্থনি গর্ডন বিপজ্জনক ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বিরতির সময় লিভারপুল ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধ শুরু হতেই হুগো একিতিকে ব্যবধান দ্বিগুণ করেন।
কিন্তু খেলার চিত্র পাল্টে যায় ৫৭ মিনিটে। ব্রুনো গিমারাইস দুর্দান্ত হেডে নিউক্যাসলকে ম্যাচে ফেরান। গ্যালারির ৫২,২০০ দর্শকের উল্লাস চূড়ান্তে পৌঁছে যায় ৮৮ মিনিটে, যখন বদলি হিসেবে নামা উইলিয়াম ওসুলা গোল করে স্কোরলাইন ২-২ সমতা ফেরান। এরপর অতিরিক্ত সময়ে লিভারপুলের ডিফেন্স একের পর এক আক্রমণ ডানা বাঁধছিল, তখনই নতুন কোচ আর্নে স্লটের কৌশল বদল ফের কাজে আসে।
যোগ করা সময়ের ছয় মিনিটে রিও নগুমোহাকে নামানো হয়। আর চার মিনিট পরেই তিনি অসাধারণ ভঙ্গিতে বল জালে জড়ান। তার জন্মদিনের চার দিন আগে পাওয়া এই গোল তার কেরিয়ারের জন্যই নয়, লিভারপুল সমর্থকদের কাছেও অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।
ম্যাচ শেষে স্লট বলেন, “এটাই প্রিমিয়ার লিগকে আলাদা করে তোলে। আজকের খেলা যেন সেট-পিস আর লং-থ্রোতে ভরপুর ছিল। তবে আমরা ভেঙে পড়িনি, দাঁড়িয়ে থেকেছি।” অন্যদিকে লিভারপুল অধিনায়ক ভ্যান ডাইক তরুণ গোলদাতার প্রশংসা করে বলেন, “এটা তার স্বপ্নের সূচনা। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ও আরও অনেক দূর যাবে।”