ইস্তফার পর কোথায় আছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড়? তাঁর স্ত্রীর ঘনঘন জয়পুর সফর ঘিরে জল্পনা

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ধনকড় অসুস্থতার কারণেই পদ ছাড়েন এবং অবসরজীবন উপভোগ করছেন।

August 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৪: ইস্তফা দেওয়ার পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি। কিন্তু এখনও পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar)। জাতীয় রাজনীতিতে এই অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। বিরোধীরা অভিযোগ তুলছে, ধনকড় কার্যত গৃহবন্দি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ধনকড় অসুস্থতার কারণেই পদ ছাড়েন এবং অবসরজীবন উপভোগ করছেন।

এদিকে ধনকড়ের স্ত্রী সুদেশ ধনকড়ের গতিবিধি নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, গত মাসে তিনি অন্তত তিনবার রাজস্থানের জয়পুরে গিয়েছেন। সূত্রের খবর, জয়পুর বিমানবন্দর সংলগ্ন এলাকায় তাঁদের একটি জমিতে বহুতল তৈরির কাজ চলছে। সেই নির্মাণকাজ দেখভালের জন্যই বারবার রাজস্থান যেতে হচ্ছে তাঁকে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২১ জুলাই উপরাষ্ট্রপতির পদ ছাড়ার পর থেকে জনসমক্ষে আর দেখা যায়নি জগদীপ ধনখড়কে। ফলে তাঁর অবস্থান ও স্বাস্থ্যের খোঁজ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ পর্যন্ত। ইস্তফার কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন, তাই নিয়েও জল্পনা চলছিল। বিরোধীদের দাবি, সরকারের চাপের মুখে তাঁকে পদ ছাড়তে হয়েছে। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র নেতা সঞ্জয় রাউত তো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে ধনকড়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তবে এক ইংরেজি দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধনখড় সুস্থই আছেন। অবসর সময় কাটাচ্ছেন ওটিটি সিরিজ দেখা, টেনিস খেলা আর যোগাভ্যাস করে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল থেকে তিনি দিল্লির যে সরকারি বাসভবনে থাকছেন, সেখানেই রয়েছেন এখনও। নতুন বাংলো বরাদ্দের অপেক্ষায় আছেন ধনখড় ও তাঁর স্ত্রী। ইস্তফার পর থেকেই জিনিসপত্র গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। নিয়ম মেনেই প্রাক্তন উপরাষ্ট্রপতির জন্য সরকারি বাংলো, গাড়ি ও নিরাপত্তা বরাদ্দ থাকে।

তবে সোমবার এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, “ধনকড় সাংবিধানিক পদে থেকে যথেষ্ট ভালো কাজ করেছেন। মেয়াদ শেষ হওয়ার আগে অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছেন। অযথা বিষয়টিকে অতিরঞ্জিত করার কিছু নেই।”

সব মিলিয়ে, দিল্লির রাজনীতিতে যখন নানা গুঞ্জন চলছে, তখনই সংবাদমাধ্যমের দাবি, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবেই অবসরজীবন কাটাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen