দুর্গা পুজোর অনুদান: বড় নির্দেশ Calcutta High Court-র! কারা পাবেন টাকা?

প্রসঙ্গত, এবারে অনুদানের অঙ্ক ২৫ হাজার টাকা করে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৭: দুর্গা পুজোর অনুদান মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, গত বছরের হিসেব দিলে তবেই মিলবে অনুদান। হিসেব না দিলে অনুদান দেওয়া যাবে না। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশ দিয়েছে। সাফ কথায়, আদালতের পূর্বের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সব পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, তারাই অনুদান পাবে।
যারা গত বছর এই সার্টিফিকেট জমা দেয়নি তারা অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।

রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, গত বছর কলকাতা পুলিশ এলাকায় ২,৮৭৬ টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল। প্রত্যেকে খরচের হিসেব দিয়েছে। হাইকোর্টে রাজ্য আরও জানায়, জেলায় ৪১,৭৯৫টি পুজো কমিটি অনুদান নিয়েছে। তার মধ্যে ৪১,৭৯২টি কমিটি খরচের হিসেব দিয়েছে। তিনটি ক্লাব যারা কোনও হিসেব দেয়নি তারা শিলিগুড়ির। পুজোর ছুটির এক মাসের মধ্যে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ বা খরচের হিসেব নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

উল্লেখ্য, অতীতেও পুজোর অনুদান নিয়ে মামলা হয়েছে। এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান ঘোষণার করার এক সপ্তাহের মধ্যে মামলা হয় কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত, এবারে অনুদানের অঙ্ক ২৫ হাজার টাকা করে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সাল থেকে রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথম বছর ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen