অসমের ধুবুরীতে দুর্গাপুজো পর্যন্ত বহাল ‘শুট অ্যাট সাইট’ অর্ডার, কেন এই সিদ্ধান্ত?
উৎসবের মরশুমে ধুবুরী শহরে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের প্রতিটি কোণে কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪১: অসমের ধুবুরীতে দু’মাস আগের হিংসা এখন অনেকটাই থেমে গেলেও কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) মঙ্গলবার জানালেন, দেখামাত্র গুলির নির্দেশ (Shoot at sight order) দুর্গাপুজো পর্যন্ত বহাল থাকবে। তবে এই নির্দেশ কার্যকর হবে কেবল রাতের সময়।
কোকরাঝাড়ের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ধুবুরীতে অশান্তি তৈরির চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না। দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতেই এই ব্যবস্থা।’’ তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে পরিস্থিতি শান্ত থাকলেও ভবিষ্যতে যাতে কোনও বড় অশান্তি না হয়, সে জন্যই নির্দেশ প্রত্যাহার করা হয়নি।
উৎসবের মরশুমে ধুবুরী শহরে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের প্রতিটি কোণে কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছে, ড্রোনের মাধ্যমে আকাশপথে পর্যবেক্ষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অশান্তি রোধের চেষ্টা চলছে। সম্ভাব্য ঝুঁকিগুলিকে চিহ্নিত করে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ না থাকে।
উল্লেখ্য, গত ১৩ জুন ধুবুরীতে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে প্রথম এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন হিমন্ত। তখনই তিনি বলেছিলেন, কয়েকটি গোষ্ঠী এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং সরকার কোনওভাবেই তা বরদাস্ত করবে না। পরে ফের ধুবুরী গিয়ে তিনি জানান, পুলিশের সক্রিয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ইতিমধ্যেই ১৫০-রও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, সংখ্যাটা আরও বেড়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, হিমন্তের কথায়, ‘‘রাজ্য সরকার আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর।’’