নন্দীগ্রামে সমবায় ভোটে একচ্ছত্র জয় তৃণমূলের, শূণ্যই থাকল বিজেপি-সিপিএম জোটের ঝুলি
নন্দীগ্রামে আবারও তৃণমূল কংগ্রেসের প্রভাব স্পষ্ট।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৪: নন্দীগ্রামে আবারও তৃণমূল কংগ্রেসের প্রভাব স্পষ্ট।গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড নির্বাচনে ১২টি আসনের সবক’টিতেই জয়ী হলো শাসক দল। বিজেপি-সিপিএম জোট শক্তি একটিও আসন জিততে পারল না।
জানা গিয়েছে, মোট ১২টি আসনে প্রার্থী দেয় তৃণমূল। এর মধ্যে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই জয়ী হয়েছিল তারা। বাকি ৯টি আসনে ভোট হয়। প্রতিটি আসনেই তৃণমূল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বহু গুণ বেশি ভোট পায়। বিজেপি-সিপিএম জোটের প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই ১০ থেকে ১৫টি ভোটের মধ্যে সীমাবদ্ধ থেকেছেন। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতা শেখ আলরাজি বলেন, ‘‘মানুষ নন্দীগ্রামে ধর্মের রাজনীতি চান না। বিজেপি-সিপিএম একসঙ্গে চেষ্টা করেও ব্যর্থ হলো। আজকের ফলাফল প্রমাণ করছে, মানুষ তৃণমূলকেই ভরসা করছেন।’’
উল্লেখ্য, গত ১৫ বছরের বেশি সময় ধরে এই সমবায়ের নিয়ন্ত্রণ রয়েছে তৃণমূলের হাতেই। এ বার আবারও পাঁচ বছরের জন্য বোর্ড দখল করল শাসক দল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে কৃষকদের স্বার্থে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নেওয়া হবে।