TMCP’s Foundation Day: সমাজ মাধ্যমে কী বার্তা মমতা, অভিষেকের?

আজ বৃহস্পতিবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে শহরে।

August 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: আজ বৃহস্পতিবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে শহরে। মেয়ো রোডের মঞ্চ থেকে বার্তা দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ সকালেই সমাজ মাধ্যমে দলের কনিষ্ঠ শাখা সংগঠনের উদ্দেশে কী লিখলেন মমতা?

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে লিখলেন, ‘‘আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। যে কোনও লড়াইয়ে আমাকে সবসময় পাশে পাবে।’’ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছাত্রদের উদ্দেশে বার্তা দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে আরও লেখেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল।’’

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে দলের লোকসভার দলনেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লেখেন, ‘‘TMCP তরুণদের তাঁদের কণ্ঠস্বর উত্থাপন করতে, উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। সমাজিক ন্যায়বিচারের দাবিতে বাংলার যুবসমাজের স্থায়ী ভূমিকা রয়েছে।প্রত্যেক সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen