সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করল SSC, নাম বাদ পড়ল ১,৮০৪ প্রার্থীর
আদালতের নির্দেশ মেনে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে এই তালিকা প্রকাশ যথেষ্ট গুরুত্বপূর্ণ
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩১: স্কুল সার্ভিস কমিশন (SSC) শনিবার প্রকাশ করল অযোগ্য প্রার্থীদের তালিকা। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। সেই সময়সীমার মধ্যেই ১,৮০৪ জন প্রার্থীর নাম, রোল ও সিরিয়াল নম্বর সহ তালিকা প্রকাশ করল কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, তালিকা প্রকাশের আগে একাধিক দফায় বৈঠক হয়। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তালিকা। আদালতের নির্দেশ মেনে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে এই তালিকা প্রকাশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, শুক্রবার এই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয়কুমার শর্মা ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে। শুনানিতে এসএসসির পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, ২০১৬ সালের নিয়োগ-প্রক্রিয়ায় দাগি প্রায় ১,৯০০ জন প্রার্থীর নাম প্রকাশ করা হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতের পরীক্ষায় যাতে কোনও অযোগ্য প্রার্থী সুযোগ না পান, সে ব্যাপারে কমিশনকে কড়া নজরদারির মধ্যে থাকতে হবে।