Bengal: এক বছরে পর্যটন ক্ষেত্রে বাংলায় লগ্নি ৫৭১০ কোটি
সম্প্রতি এমসিসিআই ট্যুরিজম কনক্লেভে (MCCI Tourism Conclave) রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (ট্যুরিজম) নন্দিনী চক্রবর্তী এই তথ্য প্রকাশ করেন।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: বাংলার পর্যটন (tourism) ক্ষেত্র গত বছর রেকর্ড পরিমাণ প্রাইভেট লগ্নি (private investment) আকর্ষণ করেছে, যার পরিমাণ প্রায় ৫ হাজার ৭১০ কোটি টাকা। এই সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে নতুন নতুন লাক্সারি হোটেল (luxury hotels) তৈরি হওয়া, হোমস্টে (homestay) ব্যবসার ব্যাপক প্রসার এবং বিভিন্ন উৎসব-ভিত্তিক ট্যুরিজমের (festival-driven growth) উন্নয়ন। সম্প্রতি এমসিসিআই ট্যুরিজম কনক্লেভে (MCCI Tourism Conclave) রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (ট্যুরিজম) নন্দিনী চক্রবর্তী এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, গত বছর রাজ্য জুড়ে মোট ৪২টি নতুন লাক্সারি হোটেল চালু হয়েছে। এছাড়াও, হোমস্টে রেজিস্ট্রেশনের (homestay registration) ক্ষেত্রে বাংলা এখন সমগ্র দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। বর্তমানে সক্রিয় হোমস্টের সংখ্যা ৫,৩২২টি, এবং আরও ৩,৭৫৫টি অনুমোদনের পাইপলাইনে (pipeline) রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, দীঘার জগন্নাথ ধামে পর্যটকদের উপস্থিতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, উৎসব ভিত্তিক পর্যটনও দ্রুত গতিতে বাড়ছে, এবং দুর্গাপুজো (Durga Puja) ৩০,০০০ কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড (economic value) তৈরি করে।
এছাড়াও, গত বছর রাজ্যে ৭৩০টিরও বেশি MICE (মিটিংস, ইনসেনটিভস, কনফারেন্সেস, এক্সিবিশনস) ইভেন্ট আয়োজিত হয়েছে, যা ব্যবসায়িক ট্যুরিজম (business tourism) ক্ষেত্রে রাজ্যের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে।
রাজ্যের পর্যটন মন্ত্রী (Tourism Minister) ইন্দ্রনীল সেন জানান, নদী ভিত্তিক ট্যুরিজম (river tourism), লাক্সারি স্টে (luxury stays) এবং সাংস্কৃতিক অভিজ্ঞতাকে (cultural experiences) গুরুত্ব দিয়ে একাধিক প্রজেক্ট (projects) নিয়ে কাজ করছে রাজ্য সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে রিভার ট্যুরিজমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং কলকাতা পোর্টের (Kolkata Port) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে বলে তিনি জানান।