TMC: মহুয়াকে নারীবিদ্বেষী আক্রমণ প্রাক্তন বিজেপি সাংসদের, প্রতিবাদে তৃণমূল
উল্লেখ্য, নারীদের নিয়ে রমেশ বিধুরির মন্তব্য এই প্রথমবার বিতর্ক (controversy) সৃষ্টি করেনি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৭: শনিবার তৃণমূল কংগ্রেস বিজেপির প্রাক্তন সাংসদ রমেশ বিধুরিকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানায়, যিনি ফেসবুকে (Facebook) কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি অশ্লীল শব্দ ব্যবহার করেছিলেন, যা পরে ডিলিট (delete) করা হয়। তৃণমূলের বক্তব্য, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিজেপি নেতাদের “রাজনৈতিক ভাষা”।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন বিজেপি নিজেই কংগ্রেসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে ‘অসম্মান’ করার অভিযোগে আক্রমণ করছে। তৃণমূল তাঁদের একটি এক্স (X) পোস্টে বিধুরির পোস্টের একটি স্ক্রিনশট (screenshot) শেয়ার করে এবং ওই অশ্লীল শব্দটিকে হাইলাইট (highlight) করে বলে, “একজন নারী সাংসদের বিরুদ্ধে রমেশ বিধুরির জঘন্য ভাষা বিজেপির আসল চরিত্রকে ফুটিয়ে তোলে। নারী বিদ্বেষ (misogyny), ঘৃণা এবং নর্দমার স্তরের গালিগালাজ (gutter-level abuse) মোদী-শাহর নেতৃত্বে একপ্রকার স্বাভাবিক হয়ে গিয়েছে। আসল প্রশ্ন হলো: বিজেপি কী তাঁকে শাস্তি দেওয়ার সাহস করবে?”
তৃণমূল সাংসদ সায়নী ঘোষ একটি বিবৃতিতে বলেন, “মহুয়া মৈত্র একজন জনপ্রতিনিধি। একজন নারী হিসেবে তাঁকে এইভাবে গালি দেওয়া লজ্জাজনক। কিন্তু বিজেপির থেকে আর কী আশা করা যায়? প্রশ্ন হলো, বিজেপি এই নোংরা মুখের নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে কী? বিজেপির রেকর্ড দেখে মনে হয় না নেবে।”
উল্লেখ্য, নারীদের নিয়ে রমেশ বিধুরির মন্তব্য এই প্রথমবার বিতর্ক (controversy) সৃষ্টি করেনি। এর আগে, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করেও তিনি ক্ষমা চেয়েছিলেন। বিধুরির এই অশ্লীল পোস্টটিতে মহুয়া মৈত্রের দুটি ভুয়ো ফটোও (photographs) ছিল।